গ্রন্থ পরিচিতি ১৯৭১-এ মূল ব্যক্তি ইন্দিরা গান্ধী, ইয়াহিয়া খান, বঙ্গবন্ধুর আইনজীবী এ কে ব্রোহী, পাকিস্তানী সামরিক জান্তার অন্যান্য সদস্য, ভারতের প্রধানমন্ত্রীর একান্ত সচিব পি এন হাকসারসহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের ১৩৪ জনের সাক্ষাৎকার ও তাঁর বিশ্লেষণের ভিত্তিতে রচিত বই যুদ্ধ ও বিচ্ছিন্নতা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে এই বইটির রচনাকালেও ওই ঘটনার সঙ্গে জড়িত মূল ব্যক্তিরা নিশ্চিত ছিলেন না অনাকাংখিত যুদ্ধটি কেন ঘটেছিল। এই বইয়ের লেখকরা সেই সময়কার ঘটনাগুলো প্রামাণ্যচিত্রের মতো সাজিয়ে তার কারণ বিশ্লেষণ করতে চেয়েছেন। এজন্য তাঁরা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট দেশগুলোর জড়িত ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়েছেন। বিভিন্ন মহাফেজখানা ও সরকারি দপ্তরে সংরক্ষিত দলিলপত্র ঘেঁটেছেন। স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধ বিষয়ে প্রচুর লেখালেখি হয়েছে। কিন্তু বিদ্যায়তনিক গবেষণাভিত্তিক ইতিহাস এটিই প্রথম। লেখক পরিচিতি অধ্যাপক রিচার্ড সিসন (১৯৩৬) ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় লস এঞ্জেলসে (ইউসিএলএ) রাষ্ট্র বিজ্ঞানের এমেরিটাস অধ্যাপক। তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কেলে থেকে ১৯৬৭ খৃষ্টাব্দে পিএইচডি লাভ করেন। শিক্ষা শেষ করার পর যুক্তরাষ্ট্রের মিলিটারি একাডেমি, ইউসিএলএ ও ওহায়ো স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা ও প্রশাসনিক পদে নিযুক্ত ছিলেন। ওহায়ো স্টেট ইউনিভার্সিটি থেকে তিনি ২০০২ সালে অবসর গ্রহণ করেন। অধ্যাপক সিসন তুলনামূলক রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপনার সময়ে বিশেষ করে উপমহাদেশ ও এশিয়ার বিভিন্ন দেশের আইন পরিষদ, রাজনৈতিক দল, নির্বাচনী রাজনীতি ও গণতন্ত্রায়নে আগ্রহ নিয়ে কাজ করেছেন। তাঁর লেখা আরেকটি উল্লেখযোগ্য বই কংগ্রেস ও ভারতীয় জাতীয়তাবাদ : স্বাধীনতাপূর্ব কাল। তিনি বহু গবেষণা প্রবন্ধ রচয়িতা ও সম্পাদক। লিও ইউজিন রোজ (১৯২৬-২০০৫) ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৯ খৃষ্টাব্দে স্নাতক, ১৯৫৪য় স্নাতকোত্তর ও ১৯৬০-এ পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৬০-এর দশকের শুরু থেকে আমৃত্যু অধ্যাপনা, গবেষণা ও রবার্ট স্ক্যালাপিনোর সঙ্গে যুগ্মভাবে এশিয়ান সার্ভে সাময়িকী সম্পাদনা করেন। তাঁর গবেষণা গ্রন্থগুলোর মধ্যে দা পলিটিকস অব নেপাল (কর্নেল ১৯৭০) নেপালের পঞ্চায়েত সরকার নিষিদ্ধ করে দেয়। কিন্তু বলা হয় রাজা মহেন্দ্র থেকে শুরু করে ইংরেজি জানা প্রত্যেক নেপালী বইটি পড়েছেন। সিকিমসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ সম্বন্ধেও রোজ আগ্রহী ছিলেন। সিকিমে বিদেশীদের প্রবেশ নিষিদ্ধ থাকার সময়েও তাঁর সেদেশে যাতায়াতে বাধা ছিল না। আশির দশকের মাঝামাঝি বছর খানেকের জন্য সরকারি চাকরি করলেও মার্কিন সরকার তাঁকে দক্ষিণ এশিয়া বিষয়ের বিশেষজ্ঞের মর্যাদা দিত। অনুবাদক কাজী জাওয়াদ জন্ম বরিশালে। পৈতৃক নিবাস ফরিদপুর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গোপনে বিবিসির অনুষ্ঠান শুনে সাংবাদিকতায় আগ্রহী হন। স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ভর্তির দিনই দৈনিক জনপদ পত্রিকায় যোগ দেন বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে। ১৯৭৭ সালে ইংরেজি সাপ্তাহিক হলিডে পত্রিকায় স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেন। সাপ্তাহিক বিচিত্রায় স্টাফ রিপোর্টার পদে যোগ দেন ১৯৭৮ সালে। পরে প্রধান প্রতিবেদক হন। বিবিসি বাংলা বিভাগে যোগ দিতে বিলেতপ্রবাসী হন ১৯৯১ সালে। বিবিসির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর বিলাতের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। বর্তমানে বিলেতে অবসর যাপন এবং লেখালেখি করছেন। বাঙ্গালা গবেষণা থেকে প্রকাশিত হয়েছে রিচার্ড কেরবাজ প্রণীত The Secret History of The Five Eyes The Untold Story of The International Spy Network গ্রন্থের অনুবাদ পাঁচ দেশের গুপ্তচর আন্তর্জাতিক গুপ্তচর চক্রের অজানা কাহিনী এবং রিচার্ড সিসন ও লিও রোজ প্রণীত War and Secession Pakistan, India and the Creation of Bangladesh এর অনুবাদ যুদ্ধ ও বিচ্ছিন্নতা পাকিস্তান, ভারত, এবং বাংলাদেশ সৃষ্টি। এছাড়া একই প্রকাশনা থেকে প্রকাশ হতে যাচ্ছে তাঁর অনূদিত যোজে সারামাগো প্রণীত ঝববরহম উপন্যাসের অনুবাদ দেখা। ইতোপূর্বে প্রকাশিত হয়েছে তাঁর অনূদিত কাজুও ইশিগুরোর উপন্যাস বিনোদনের এক শিল্পী (অ্যান আর্টিস্ট অব দা ফ্লোটিং ওয়ার্ল্ড) এবং লিও তলস্তয়ের হাজি মুরাদ (হাজি মুরাদ)।
Title
যুদ্ধ ও বিচ্ছিন্নতা পাকিস্তান, ভারত, এবং বাংলাদেশ সৃষ্টি