‘শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি।’ সকলকে স্নিগ্ধ শরতের কাশফুলের শুভেচ্ছা! মেঘ মাধুর্যে পরিপূর্ণ বর্ষার আকাশকে এবং শ্রাবণের সজল মেঘের বারিধারাকে ‘যেতে নাহি দিব’ বলে শিশির সিক্ত শিউলিঝরা শরৎ প্রাতের সমীরণে নরম সুরেলা সুরের মূর্ছনা উঠিয়ে, শুভ্র কাশবনে মৃদু দুলুনি দিয়ে, নীলাকাশে সাদা মেঘের ভেলা ভাসিয়ে, সবার মনে পুলক জাগিয়ে কোমল শান্ত সিগ্ধ শরৎ -এর আগমন ঘটেছে। প্রকৃতিতে শরতের সন্ধিক্ষণে মুক্তবুদ্ধির চর্চা ও সাহিত্য বিকাশের বিশালতা বাড়ানোর প্রত্যয় নিয়ে শরৎ সংখ্যায় প্রকাশিত হয়েছে সাহিত্যের ছোট কাগজ “স্বরবর্ণ”। একঝাঁক তরুণ ও সম্ভাবনাময় উজ্জ্বল নক্ষত্র নিজের ভাব, বুদ্ধি, চিন্তা-চেতনায় খুবই দক্ষতার সাথে বলার কৌশল ও বর্ণনার মুন্সিয়ানায় নিজের ভেতরের অনুভ‚তি ফুটিয়ে তুলেছেন “স্বরবর্ণ” সাহিত্য ম্যাগাজিনে। আশা রাখি নির্মাণের নিগূঢ়তাকে সঞ্চয় করে সম্ভাবনাময় প্রতিজন লেখকের লেখা পাঠকের হৃদয় ছুঁবে, জাগ্রত করবে বিবেকী সাহিত্যের চারণভূমি। “স্বরবর্ণ” সাহিত্য ম্যাগাজিনটি সম্পাদনা করতে পেরে আমি অভিভ‚ত এবং আনন্দিত। সম্পাদনা করতে গিয়ে ভুলত্রুটি থাকতে পারে। আশা করবো পাঠকসমাজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দিয়ে অনুপ্রাণিত করবেন। সাহিত্যের ছোট কাগজ “স্বরবর্ণ” -র সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলের সাহিত্য জীবন শরতের মতো স্নিগ্ধ কোমল সুন্দর হোক। প্রকাশক ও সম্পাদক এম. উসমান