'সরল বাংলা ব্যাকরণ ও নির্মিতি' গ্রন্থের দ্বাদশ সংস্করণ প্রকাশিত হলো। বাংলাদেশের সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্যে এ গ্রন্থটি প্রথম রচিত হয়েছিলো আজ থেকে এগারো বছর আগে। তখন থেকে বিভিন্ন সময়ে বহু শিক্ষক-অভিভাবক বইটির জন্যে আমাদেরকে সাধুবাদ জানিয়ে উৎসাহিত করেছেন। তাঁদের সকলের প্রতি জানাই অসংখ্য ধন্যবাদ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নতুন সিলেবাস অনুযায়ী পরিমার্জিত করে বইটির নতুন সংস্করণ তৈরি করা হয়েছে। 'অনুধাবন দক্ষতা' পরিচ্ছেদটি আরো বিশদ করে নতুনভাবে লেখা হয়েছে। 'অভিধান' শীর্ষক একটি পরিচ্ছেদ নতুন সংযোজন করা হয়েছে। পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত সপ্তম ও অষ্টম শ্রেণির 'বাংলা ব্যাকরণ ও নির্মিতি' গ্রন্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ 'অনুচ্ছেদ' ও 'প্রবন্ধ' সংযোজনের মাধ্যমে সংশ্লিষ্ট দুটি খণ্ড সমৃদ্ধ করা হয়েছে। নতুন পাঠ্যক্রম ও প্রমিত বাংলা বানানরীতি অনুসরণে বইটিকে আমরা যথাসম্ভব আধুনিক ও শ্রেণি-উপযোগী করার চেষ্টা করেছি। বইটির বর্তমান পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণটিও আগের মতো শিক্ষক-শিক্ষার্থীদের নিকট সমাদৃত হবে বলে আমাদের বিশ্বাস। নতুন শিক্ষাক্রমের আলোকে বইটির উৎকর্ষ বৃদ্ধির জন্যে প্রীতিভাজন প্রকাশক মোহাম্মদ আবু হানিফ ও শাহ আল মামুন যে আন্তরিক ও অক্লান্ত পরিশ্রম করেছেন তা আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। প্রচুর সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও কিছু মুদ্রণ-প্রমাদ থেকে গেল; পরবর্তী সংস্করণে তা সংশোধন করার আশা রাখি। বইটির মান উন্নয়নের জন্য সুধীজনদের যে কোনো পরামর্শ সানন্দে গ্রহণ করা হবে।