বইটি রচনার জন্য দেশী-বিদেশী অনেক পাঠ্যপুস্তক, রেফারেন্স ও গবেষণাপত্রের সহায়তা নেওয়া হয়েছে। কোন কোন প্রখ্যাত লেখকের বই থেকে কিছু চিত্র সংকলিত করে বা অনুসরণ করে অঙ্কন করা হয়েছে। এ সকল লেখকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বহু সহৃদয় সহকর্মী ও শিক্ষার্থী বইটি রচনা করতে উৎসাহ ও সহযোগিতা প্রদান করেছেন। তাঁদেরকে অশেষ ধন্যবাদ। আনন্দমোহন কলেজের উদ্ভিদ বিজ্ঞান সেমিনারের বেশ কিছু গুরুত্বপূর্ণ বই ব্যবহারের সুযোগ প্রদান ও সহযোগিতা করার জন্য বিভাগীয় প্রধান জনাব জাকির হোসেন, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। 'কবির পাবলিকেশন্স' বহু গুরুত্বপূর্ণ বই সরবরাহ করায় এবং তাঁদের সার্বিক সহযোগিতায় বইটি যথাসময়ে প্রকাশিত হতে পেরেছে। তাঁদেরকেও ধন্যবাদ। কম্পিউটার কম্পোজ ও প্রচ্ছদ পরিকল্পানায় সহায়তা করার জন্য কবির কম্পিউটার সিস্টেমের মুহাম্মদ উজ্জ্বল হাসান সহ সকলকেই বিশেষ ধন্যবাদ। বিশেষ সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও বইটিতে কিছুটা ত্রুটি-বিচ্যুতি থেকে যেতে পারে। সহৃদয় পাঠকবৃন্দের এ সকল ত্রুটি-বিচ্যুতি দৃষ্টিগোচর হলে তা জানালে কৃতজ্ঞ থাকব। বইটির উৎকর্ষ সাধনের জন্য যে কোন পরামর্শ ধন্যবাদের সাথে গৃহীত হবে।