১৫টি কারণে পৃথিবীতে আযাব আসবে
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اتَّخِذَ الشَّيْءُ دُوَلًا وَالْأَمَانَةُ مَغْنَمًا، وَالزَّكَاةُ مَغْرَمًا وَتُعْلِمَ لِغَيْرِ الدِّينِ وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ، وَعَقَ أُمَّهُ وَأَدْنَ صَدِيقَهُ، وَأَقْصَى أَيَّاهُ وَالهَرْتِ الْأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ، وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ ، وَكَانَ زَعِيمُ القَوْمِ أَرْذَلَهُمْ وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةً شَرِهِ وَظَهَرَتِ الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ، وَشُرِبَتِ الْخُمُورُ وَلَعَنَ أُخِرُ هُذِهِ الْأُمَّةِ أَوَّلَهَا فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَامَ وَزَلْزِلَةٌ وَخَسْفًا وَمَسْحًا وَقَدْ فًا وَأَيَاتٍ تَتَابَعُ كَيْظَامٍ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ : وَفِي الْبَابِ عَنْ عَلِي وَهُذَا حَدِيثٌ غَرِيبٌ لَا تَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ
হযরত আবু হুরায়রা রা. বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যখন ১৫টি বিষয়ে লিপ্ত হবে, তখন তাদের উপর বিপদ-মুসীবত আরোপিত হবে।
জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসূল, সে গুলো কি?
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন:
১। যখন গনীমতের মাল (যুদ্ধলব্ধ সম্পদ) ব্যক্তিগত সম্পদে পরিণত হবে।
২। আমানত লুটের মালে পরিণত হবে।'
১. যেমন, সরকারি সম্পদ ও বিভিন্ন ত্রাণসামগ্রী, যেগুলো জনগণকে দেওয়ার জন্য কিংবা
দেশের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়, কিন্তু বণ্টনকারীরা সেগুলো আত্মসাৎ করে ফেলে। করোনা পরিস্থিতে লকডাউনের কারণে যখন অর্থব্যবস্থা ভেঙে পড়ে, সাধারণ খেটে খাওয়া মানুষ দু-মুঠো অন্নের অভাবে নিপতিত হয়, এমন গুরুতর পরিস্থিতেও কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি এবং নামধারী নেতা ত্রাণসামগ্রী চুরির প্রতিযোগিতায় মেতে ওঠে। এর কারণে অনেকে বরখাস্তও হয়। এভাবেই আমানত লুটের মালে পরিণত হয়।