নবুয়ত প্রাপ্তি থেকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ-এর মধ্য মাঝখানের পুরোটা সময় সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা একজন মুমিনের জন্য অপরিহার্য। ক্ষেত্রবিশেষে নবুওয়াত পূর্ব সময় নবিজির জীবন সম্পর্কেও জ্ঞান রাখা আবশ্যক। তাই নবিজীবনের আলোচনা অনেক বেশি বিস্তৃত। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এবং বিভিন্ন আঙ্গিকে অগণিত মানুষ নবিজির জীবনকে কাগজের পাতায় তুলে এনেছেন। কেউ নবিজীবনকে দেখেছেন দাওয়াতের আঙ্গিক থেকে। কেউ দেখেছেন জিহাদের আঙ্গিক থেকে। কেউ দেখেছেন রাষ্ট্র পরিচালনার দৃষ্টি দিয়ে। কেউ বিবেচনা করেছেন সামাজিক জীবনে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান ও অবস্থান।কেউ এক মলাটে এসব তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছেন। অনেক সিরাত রচয়িতা ভিন্ন ভিন্ন ও বিষয় ভিত্তিক গ্রন্থ রচনা করেছেন। হাদিসের গ্রন্থ সম্ভার থেকে নিখুঁত এবং নির্ভুল তথ্য নিজ নিজ গ্রন্থে সন্নিবেশিত ও উপস্থাপন করেছেন। বিষয়ভিত্তিকভাবে নবিজীবনকে পাঠকের সামনে উপস্থাপন করেছেন। বর্তমান সিরিয়ার দাওমা শহরে জন্মগ্রহণ করা খ্যাতিমান সিরাত গবেষক সালেহ আহমদ শামি নবিজীবন নিয়ে একাধিক কাজ করেছেন। তিনি শামাইল বিষয়ে গ্রন্থ রচনা করেছেন। সিরাতের বিভিন্ন অধ্যায় ও পর্যায়ে নিয়ে রয়েছে তার একাধিক গ্রন্থ। আলোচ্য গ্রন্থটিও নবিজীবনের নির্দিষ্ট একটি অধ্যায়কে সামনে রেখে রচিত হয়েছে। আর সেটা হল নবিজির পারিবারিক জীবন। একজন স্বামী হিসেবে নবিজি কেমন ছিলেন, একজন আদর্শ স্বামীর জন্য, একজন আদর্শ স্ত্রীর জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, একজন পিতা হিসেবে সন্তানদের জন্য করণীয় এবং একজন সন্তান হিসেবে মাতা পিতার জন্য কর্তব্য সম্পর্কে আলোচিত হয়েছে এই বইতে।