রাষ্ট্রব্যবস্থা সংস্থাপন, শিক্ষা ও সভ্যতার সম্প্রসারণ এবং রাষ্ট্রীয় প্রশাসন ব্যবস্থায় মুসলিমগণ অতীব বিষ্ময়কর প্রতিভার স্পষ্ট ও স্থায়ী স্বাক্ষর রেখে মানব সভ্যতার ইতিহাসে অবদান এর ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন, তা চিরদিন অম্লান হয়ে থাকবে। শূন্য বিন্দু থেকে আরম্ভ করে মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাঃ মদীনায় যে কল্যাণমুখী ইসলামী রাষ্ট্রের পত্তন করেন, তার সেই নবপ্রতিষ্ঠিত রাষ্ট্রের আদর্শ সম্মুখে রেখে তার বিশ্বস্ত অনুসারীগণ অতি অল্প সময়ের মধ্যে অভাবনীয়ভাবে এশিয়া, আফ্রিকা, ইউরোপের বিশাল ভূখন্ড জুড়ে একটি শক্তিশালী রাষ্ট্র-শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেন। সেই বিশাল রাষ্ট্রে আরব, পারসিক, গ্রীক, সিরীয়, ইহুদি, খ্রিস্টান, অগ্নি উপাসক, হিন্দু প্রভৃতি নানা ধর্ম ও বর্ণের অনুসারীরা শান্তিপূর্ণভাবে বসবাস করত। বিশ্বব্যাপী ইসলামী পুর্নজাগরণের পটভূমিতে এ গ্রন্থটি পাশ্চাত্য রাজনৈতিক চিন্তাধারার সাথে ইসলামী রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার সাংঘর্ষিক সম্পর্ক, বর্তমান মুসলিম বিশ্ব ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনের মূল চেতনা ও পদ্ধতি অনুধাবনে সহায়ক হবে বলে আশা করি