ইসলাম নিয়ে বিশ্বময় মুসলিম বনাম অমুসলিম এবং রক্ষণশীল বনাম প্রগতিশীল মুসলিমদের বিভিন্ন সমীকরণের বিবর্তন হয়েছে ও হচ্ছে তীব্র গতিতে । সাম্প্রদায়িক কিছু উগ্র ধর্মরাষ্ট্র, ব্যক্তি, নেতা ও সংগঠন চিরকালই ধর্মীয় সংখালঘু জনগণের ওপর অত্যাচার করেছে, সম্প্রতি ধর্মনিরপেক্ষতার দাবিদার কিছু রাষ্ট্র খোলাখুলিভাবে হয়ে উঠেছে সাম্প্রদায়িক। সেই সাথে বাবরি মসজিদ নিয়ে ষড়যন্ত্র, করোনা ভাইরাস নিয়ে আলেমদের সাংঘর্ষিক মতামতসহ নানারকম গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। এরকম চলমান ঘটনাবলী নিয়ে লেখকের নিবন্ধগুলো নিয়েই এই বই, কিছু অন্য বিষয়ও রয়েছে। এই বইয়ের অধ্যায়গুলো অনেকটাই শারিয়া আইনকে কেন্দ্র করে। ১৭ জুন ২০২১ জনপ্রিয় টিভি চ্যানেল 'ফেস দ্য পিপল'-এ বর্ষীয়ান আলেম কামালউদ্দীন জাফরীর সাথে শারিয়া বিষয়ক অনুষ্ঠানে আমি ক্যামেরায় শারিয়া কেতাব দেখিয়ে কিছু অন্যায় আইন পড়ে শুনিয়েছিলাম। জবাবে তিনি বলেছিলেন শারিয়া আইনের মধ্যে কিছু ভুল আছে যেগুলো নতুন করে দেখতে হবে। অনুষ্ঠানটা বিভিন্ন মিডিয়ায় প্রায় দশ লক্ষ লোক দেখেছেন। বিশ্বের শ্রেষ্ঠ কিছু আলেমও বলেছেন। শারিয়া আইন সংস্কার করা জরুরী। বিভিন্ন জরীপে এসেছে দেশে শারিয়া আইনের জনপ্রিয়তা বাড়ছে। কিন্তু শারিয়া আইন দ্বারা ন্যায়বিচার প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের দাবীগুলোর অনেকটাই আমরা বাস্তবে প্রমাণ করতে পারিনি। কেন পারিনি এর কারণ জানতে হলে গবেষণা ও আত্মসমালোচনার বিকল্প নেই। সমস্যা হল, ইসলাম-বিরোধীদের চুন খেয়ে আমাদের মুখ এতটাই পুড়েছে যে এখন আত্মসমালোচনার দই দেখলেও আমরা আঁৎকে উঠি, নিজেদের ব্যর্থতাগুলোকে অস্বীকার করি ও ভিন্নমতের ওপরে হিংস্র হয়ে উঠি। আমরা ভুলে যাই প্রতিবাদের ভাষা ও ভঙ্গিমা প্রতিবাদীর চরিত্র প্রমান করে। ভিন্নমতের দরকার আছে, ভিন্নমতের শালীন সংঘাতই সামাজিক অগ্রগতির চালিকা শক্তি। জাতি সেদিকে উৎসাহিত হবে এটাই প্রত্যাশা।
মুসলিম রিফর্ম মুভমেন্ট'-এর প্রতিষ্ঠাতা সদস্য ক্যানাডা প্রবাসী হাসান মাহমুদ সুপরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি লেখক, গীতিকার, সুরকার, আবৃত্তিকার, অভিনেতা, উপস্থাপক শারিয়া আইনের ওপরে গবেষক, লেখক ও আন্তর্জাতিক কনফারেন্সের বক্তা। বাংলা ও ইংরেজীতে শারিয়া আইনের ওপরে তাঁর “শারিয়া কি বলে, আমরা কি করি” সহ বই ৫টি, শর্টফিল্ম ৪টি ও নিবন্ধ অজস্র। তিনি ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেস- এর উপদেষ্টা বোর্ডের সদস্য ও মুসলিম ক্যানাডিয়ান কংগ্রেস-এর ডিরেক্টর অফ শারিয়া ল' সহ বেশকিছু ইসলামী ও সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও উপদেষ্টা ছিলেন। তাঁর আছে সাহিত্য- সংস্কৃতি বিষয়ে অজস্র নিবন্ধ, বেশকিছু গান, ছোটগল্প, ছড়া ও কবিতা, মুক্তিযুদ্ধের ওপরে উর্দু বই “পদমা সুখ হ্যায়”-এর বাংলা অনুবাদ “রক্তাক্ত পদ্মা, অজানা একাত্তর”, নাটকীয় ঢঙে বাংলার ইতিহাস- “বাংলার কথা কই” এবং ব্যঙ্গছড়া-কবিতা-গল্পের “উদভ্রান্ত প্রলাপ” বই