অনুবাদকের আর জগতের যে যাই কিছু করছে, সকল কিছুর মূলে মানুষের। উদ্দেশ্য হচেছ শান্তি ও স্বস্তিময় জীবন অর্জন করা। ব্যবসায়ীর ব্যবসা চাকুরের চাকুরী, দিন-মজুরের হাড়ভাঙ্গা খাটুনী সব কিছুর পিছনে এই একই উদ্দেশ্যে কাজ করছে। শান্তি ও স্বস্তিময় জীবন। লাভের জন্য মানুষ বিশাল বাড়ী করছে, মহা-মূল্যবান বিলাস-সামগ্রী; কিন্তু এত কিছুর পরও শান্তির শ্বেত পায়রা কয়জন হাতের নাগালে। পেয়েছে বা প্রকৃত শান্তির ঠিকানায় কয়জন পৌছতে সক্ষম হয়েছে, তা একমাত্র মহান আল্লাহই ভালো জানেন। মানুষের সৃষ্টিকর্তাত, পালনকর্তা, রক্ষাকর্তা, বিধানদাতা যেমন মহান আল্লাহ, তেমনি মানুষের শান্তিদাতাও একমাত্র তিনিই। এই চূড়ান্ত বাস্তবটুকু যে যতটুকু উপলব্ধি করতে পেরেছে এবং মনে প্রাণে বিশ্বাস করতে সক্ষম হয়েছে, প্রকৃতপক্ষে সে ততটুকু শান্তির সন্ধান পেয়েছে। কারণ যার মন-মানস এভাবে গড়ে উঠে যে, আমার সৃষ্টিকর্তা ও পালনকর্তা যিনি, আমার জীবনে শান্তি ও স্বস্তির উৎসও তিনি। সুতরাং জীবনের যে কোন সমস্যায় যে কোন সংকটে তার দিকেই আমার মনোনিবেশ করতে, তাঁর পানেই ফিরে যেতে হবে। তার দেওয়া জীবন বিধান মেনে চলতে হবে। তাঁর রাসূলের আদর্শ জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়িত করতে হবে। তিনি শান্তি ও স্বস্তিময় জীবন লাভের যে অমোঘ ব্যবস্থাপত্র বাতলে গেছেন, সে ব্যবস্থাপত্র অনুসারে শান্তি ও স্বস্তি অন্বেষণ করতে হবে, তবেই পৌছা সম্ভব শান্তির প্রকৃত ঠিকানায়, স্বস্তির আসল মযিলে। বক্ষমান পুস্তকটি আল্লামা ত্বকী উসমানীর এতদসম্পর্কিত একটি। দীর্ঘ বয়ানের সরল তরজমা। এতে তিনি পবিত্র কুরআন ও হাদিসের আলোকে প্রকৃত শান্তি ও স্বস্তি লাভের অমোঘ ব্যবস্থাপত্র সম্পর্কে পথ-নির্দেশ করেছেন। তিনি বুঝাতে চেয়েছেন যে, প্রকৃত শান্তি ও