জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের বর্তমান পাঠ্যসূচি অনুযায়ী রচিত এবং সর্বশেষ তথ্য সম্বলিত এই মাৎস্যবিজ্ঞান (দ্বিতীয় খণ্ড) বইটি একটি পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ পাঠ্যপুস্তক। বইটিকে অনেক যত্ন ও নিষ্ঠার সাথে তথ্যবহুল করে সাজানো হয়েছে। মৎস্য বাস্তুবিদ্যা, মৎস্য জলাশয়বিদ্যা, সমুদ্রবিজ্ঞান, জলজ চাষ এবং মাৎস্য প্রযুক্তি ও আহরণ বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পাঠ্যক্রম অনুসারে দেশি-বিদেশি গ্রন্থ, বিভিন্ন পত্র-পত্রিকা ও প্রকাশনা, ইন্টারনেট ও বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করে তৈরি করা হয়েছে। তাদের প্রতি আমরা কৃতার্থ। গ্রন্থটি প্রণয়নে সার্বিক সহযোগিতার ক্ষেত্রে এপিক দেবনাথ ও সৌরভ রায়-এর প্রতি আমরা কৃতার্থ। সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ কৌতুহলী পাঠক এ গ্রন্থটি পাঠ করে উপকৃত হলে আমাদের চেষ্টা সার্থক হবে বলে মনে করি। পরিশেষে বইটি যথাসময়ে প্রকাশ করার জন্য এবং যাবতীয় সহযোগীতার জন্য কবির পাবলিকেশন্স-এর প্রকাশক, পরিচালকসহ প্রকাশনার সাথে জড়িত সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করছি। বইটির প্রথম প্রকাশ বিধায় কিছু ত্রুটি-বিচ্যুতি থেকে যেতে পারে। কোনো অসঙ্গতি ও ত্রুটি-বিচ্যুতি দৃষ্টিগোচর হলে তা লেখকদেরকে অবহিত করলে কৃতার্থ হব। যেকোনো গঠনমূলক সমালোচনা ও পরামর্শ সাদরে গৃহীত হবে।