প্রথমে একটু বলে নিচ্ছি, "বই বা গ্রন্থ"শব্দের সমার্থক শব্দ হলো, পুস্তক, কেতাব, পুঁথি, বহি ও পাণ্ডুলিপি ইত্যাদি। ইংরেজিতে Book বলা হয়। মানব জীবনে বইয়ের গুরুত্বের কথা স্মরণ করে টলস্টয় বলেছেন, "জীবনে মাত্র তিনটি জিনিসের প্রয়োজন বই, বই এবং বই"মানুষের চিন্তাধারাকে পরবর্তী প্রজন্মের নিকট পৌঁছে দেয় বই। মানুষ তার মনের ভাব, অনুভূতি, জ্ঞান, প্রজ্ঞা ও অভিজ্ঞতার বিবরণ বইয়ের মাধ্যমে সংরক্ষণ করে। বই হল সংস্কৃতি, সভ্যতা ও যোগাযোগের অন্যতম বাহন। আপনি জানেন? বই পড়লে মস্তিষ্ক চিন্তা করার খোরাক পায়, সৃজনশীলতা বাড়ে এবং তথ্য ধরে রাখার ক্ষমতা সৃষ্টি হয়। বই পড়লে মানুষ সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক মনস্ক হয়ে ওঠে। বিষাক্ত প্রেমিকা...... জীবনে এমন কিছু মানুষের সাথে দেখা হয়, যে মানুষ গুলো চলে যাবার পরও বুকের বা-পাশে বিষের মত জড়িয়ে যায়। হৃদয়ের পুরোটা জুড়ে দাগ হয়ে ক্ষত হয়ে রয়ে যায়। এই মানুষটা এতটা প্রিয় এতোটা মুগ্ধতা হৃদয়ে ছড়িয়ে যায় যে এই ভীষণ ভয়ংকর অনুভূতি সারাতে শুধু তাকে লাগবে। দুপুরের রোদ গোধূলির বিকেল ছোঁয়ার আগে তাকে লাগবে। পৃথিবীর সব নিয়ম /অনিয়ম করে তাকে লাগবেই লাগবে। কারণ তাকে ছাড়া এই পাগলামিটা কে বুঝবে? যদি এই জীবন শেষে অন্য কোনো জীবন থাকে। আমি সে জীবনেও চাই তাকে, হয়তো আমার রব আমার মালিক রহমানের রাহিম আপনাকে আমার জন্য বেহেস্তের কোনো এক ছায়াতলে উপহার হিবেসে যত্নে রেখেছে । হয়তো আবারও দেখা হবে আপনার সাথে। হে আমার পালনকর্তা আমার রাব্বুল আলামিন, আমার ভুল গুলো ক্ষমা করে আপনার গোলামকে কবুল করে নিন।
আর জে মেহেদী প্রতিষ্ঠাতা ও সভাপতি আর.জে স্বপ্ন প্রকাশনী সাহিত্য পরিষদ ভারত বাংলাদেশ, কবিতায় প্রথম প্রহর সাহিত্য পত্রিকার সম্পাদক। তিনি একজন প্রকৃতির কবি লেখক, গীতিকার ও বাচিকশিল্পী, প্রচ্ছদশিল্পী ও কথাসাহত্যিক। নীল দিগন্ত ছুঁয়ে কাব্য কবিতায় নিজেকে খুঁজে ফেরা আবেগী এক মন ব্যস্ত সারাক্ষণ । নদী কিংবা সমুদ্রে পাহাড় কিংবা ঝর্ণার আবেশে প্রকৃতির সবুজে ঘেরা চট্টগ্রামের, মিরসরাই, মহামায়ায় ছন্দময় গতিপথে বিরহের প্রেমের প্রকৃতির অপরূপ যুগলবন্দি এক শহরে ২৩শে মে(৮ই জ্যৈষ্ঠ) জন্ম তাঁর। তাঁর লেখাঃ ও সম্পাদিত বই "বিষাক্ত প্রেমিকা" (একক কাব্য গ্রন্থ ) "ডুবে ডুবে ভালোবাসি" "তোমার গল্পে আমার লেখা" "মুক্তির সংগ্রাম" "রূপকথা" "এসো ছড়া শিখি" "হলুদ খামে নীল চিরকুট" "অমর একুশে" "আবারও দেখা" "স্মৃতিময় কাব্য" " বিখ্যাত ব্যাক্তিদের সফলতার রহস্য" "গানের কলি" "ছড়ার মেলা" "অপেক্ষার বিকেল" "নিঠুর বানের জল" "ফুলে-ফলে ঋতু-রঙে বাংলাদেশ" "প্রেমের মায়াজাল" "অতৃপ্ত প্রজাপতি" "সত্যের পথে" শ্রাবণের কবিতায় তোমাকে পাওয়া " (২০২২ ও ২০২৪) এবং অসংখ্য যৌথ কাব্যগ্রন্থ রয়েছে, কবির প্রেমময় কবিতার আবৃত্তি ছুঁয়ে যাচ্ছে, অসংখ্য শ্রোতার হৃদয় বিশ্ব জুড়ে। বিশ্বের অনেক দেশের বাচিকশিল্পীর কন্ঠে, তাঁর কবিতা ঠাঁই পেয়েছে, তাঁর লেখা অসংখ্য তরুণ-তরুণীর মন ছুঁয়েছে। অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ তাঁর লেখা ও সম্পাদনায়- ভারত বাংলাদেশ যৌথ ও সম্পাদিত গ্রন্থ: প্রকাশিত নান্দনিক বেশে সজ্জিত হয়েছে। কবির ২১টি গ্রন্থ থাকছে (২০২৪) এবং এই ২১টি বইয়ের দৃষ্টিনন্দন প্রচ্ছদ তার নিজের করায় গ্রন্থগুলোকে নিয়ে গেছে এক অনন্য মাত্রায়।