বাংলা সাহিত্যে কবিতা, উপন্যাসের মতো ছোটগল্প ততটা সমৃদ্ধি লাভ করেনি । তারপরেও যতটুকু লেখালেখি হয়েছে তার বেশির ভাগ নাগরিক জীবনবোধের সুখ-দুঃখ, জ্বালা-যন্ত্রণাকে কেন্দ্র করে । নব্বই শতাংশ মানুষ গ্রামে বাস করে। অভাব-অবহেলা আর দুঃখ-কষ্ট জীবনের নিত্যসঙ্গী। সরকার তাদের প্রতি যেমন সুদৃষ্টি দেয়নি তেমনি সাহিত্যিকরাও লেখালেখিতে গ্রামীণ জীবনকে খুব কমই তুলে আনতে পেরেছেন । আমার এই গ্রন্থে অধিকাংশ গল্প গ্রামীণ জীবনের সুখ-দুঃখের প্রতিচ্ছবি। যতটা সম্ভব খুব কাছ থেকে দেখা প্রতিটি গল্পের চরিত্রগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র। বাঙালির জাতীয় জীবনে সবচেয়ে গৌরবগাথা ইতিহাস মহান মুক্তিযুদ্ধ । এ যাবৎকাল মুক্তিযুদ্ধ নিয়ে যত সাহিত্য রচিত হয়েছে তার থেকে একটু আলাদা চোখে দেখা মুক্তিযুদ্ধের কয়েকটি গল্প সন্নিবেশিত হয়েছে বইটিতে নদীমাতৃক বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এখনো অনেকটা নৌপথে । দীর্ঘ চারহাজার মাইলেরও বেশি নদীপথ কতটা অরক্ষিত তার করুণ চিত্র ফুটে উঠেছে রাঙাবালির পথে যাত্রা করা যাত্রীদের জীবনে । এই বইয়ের গল্পগুলো বাংলাদেশের বিভিন্ন এলাকার। এক এক এলাকায় তাদের নিজস্ব আঞ্চলিক ভাষা, আচার-আচরণ, রীতি- নীতি রয়েছে। যতটা সম্ভব তাঁদের নিজস্ব স্বকীয়তা বজায় রেখে পাঠকের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। হয়তো অনেক পাঠকের আঞ্চলিক শব্দগুলো বুঝতে অসুবিধা হতে পারে এ জন্য দুঃখ প্রকাশ করছি। সর্বোপরি এই বইয়ের দশটি গল্পে মুক্তিযুদ্ধের চেতনা, প্রগতিশীল ও আধুনিক জীবনধারাকে যেমন প্রাধান্য দিয়েছি তেমনি ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার ও পশ্চাৎপদ সনাতন জীবনধারাকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছি।