কোর্স পরিচিতি: বাংলাদেশে প্রবীণ ও শিশুদের কেয়ারগিভিং বা পরিচর্যার চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির সাথে সাথে মানুষের কর্মব্যস্ততা বৃদ্ধি এর মূল কারণ। দক্ষ কেয়ারপিডার বা পরিচর্যাকারী তৈরির লক্ষ্যেই এই কোর্সটি প্রণয়ন করা হয়েছে। এই কোর্সটিতে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গী অর্জনের সুযোগ সৃষ্টি করা হয়েছে যাতে একজন প্রশিক্ষণার্থী কেয়ারগিডিং এর মত দায়িত্বপূর্ণ একটি কাজ পেশাদারিত্বের সাথে সম্পন্ন করতে পারে। ছয় (৬) টি মডিউলে বিন্যস্ত এই কোর্সটির শুরুতেই কেয়ারগিডিং এর পরিচিতি, স্বাস্থ্য সম্পর্কিত প্রাথমিক ধারণা, একজন কেয়ারগিভার এর দায়িত্ব ও কর্তব্য, করণীয় ও বর্জনীয়, ক্যারিয়ার গঠনের সুযোগ ইত্যাদি বিষয় শেখার সুযোগ রাখাহয়েছে। কেয়ারগিভিং সংক্রান্ত জেনেরিক অংশের মধ্যে সেবাগ্রহীতা ও অন্যান্যদের সাথে কার্যকর যোগাযোগ, সেবাগ্রহীতার পুষ্টি চাহিদা অনুযায়ী খাবার প্রদান, কেয়ারপিডিং-এ কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্য নিরাপত্তা ও হাইজিন অনুশীলন এবং প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন প্রায়োগিক বিষয়সমূহ অনূর্ভুক্ত করা হয়েছে। এরপর শিশু ও বয়স্কদের পরিচর্যা সংক্রান্ত বিষয়সমূহ বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।