পুঁথিগত হিসাবে জন্ম ৩০ জুন ১৯৭৭-এ। বাবা সচিন্দ্র চন্দ্র ঘােষ। মা সীতা রানী ঘােষ। শৈশব কেটেছে কিশােরগঞ্জের কুলিয়ারচরের কালী নদীর জল-হাওয়ায়। বাড়িতে ধারাপাত আর আদর্শলিপির পাঠ না চুকাতেই কুলিয়ারচর মডেল প্রাইমারি স্কুলে। নাম লেখান। পরে পারিবারিক আর্থিক সংকটে রাজধানী ঢাকায় এসে পঞ্চম শ্রেণিতে ভর্তি হন। শহীদ নবী স্কুলে। সেখান থেকে আর কে চৌধুরী হাই স্কুল এবং ওয়ারী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন। নটরডেম কলেজ থেকে একাদশ, হাবীবুল্লাহ বাহার কলেজ থেকে দ্বাদশ আর জগন্নাথ থেকে মাস্টার্স করেন ব্যবস্থাপনায়। পরে পেশাগত কারণে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিলা অ্যান্ড মিডিয়ায় মাস্টার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ। ব্যবস্থাপনায় শিক্ষাজীবন শেষ হলেও কর্মজীবন শুরু সাংবাদিকতা দিয়ে। ১৯৯৬ সালে দৈনিক মুক্তকণ্ঠ পত্রিকায় লেখালেখি শুরু। পরে বিশ্বসাহিত্য কেন্দ্রে কিশাের-তরুণদের উৎকর্ষধর্মী মাসিক পত্রিকা ‘আসন্ন সম্পাদনা। ১৯৯৯ সালে দৈনিক প্রভাত পত্রিকায় সহকারী ফিচার সম্পাদক। ২০০৫ সাল। থেকে মানবজমিন প্রকাশিত রাজনৈতিক সাপ্তাহিক ‘জনতার চোখ’-এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন শেষে বর্তমানে মানবজমিনে বার্তা সম্পাদক পদে কাজ করছেন। সাহিত্য চর্চা ও লেখালেখির পাশাপাশি সমমাত্রায় আগ্রহ টেলিভিশন ও চলচ্চিত্র মাধ্যমে। যুক্ত আছেন চ্যানেল আইতে সংবাদভিত্তিক অনুষ্ঠান প্রযােজনায়।