ফ্ল্যাপে লিখা কথা ঢাকার ইতিহাস চর্চার সঙ্গে ড. মুনতাসীর মামুনের নাম অঙ্গাঙ্গীভাবে জড়িত। গত দু’দশকে তাঁর নিরলস চেষ্টায় ঢাকার ইতিহাস আক্ষরিক অর্থে জনপ্রিয় হয়ে উঠেছে, ঢাকা নিয়ে গবেষণার অনুপ্রেরণা যুগিয়েছেন অনেক। শুধু তাই নয়, ঢাকার ইতিহাস চর্চার প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছেন ঢাকা নগর জাদুঘর স্থাপন করে। ঢাকা বিষয়ক তাঁর শেষ গ্রন্থ ঢাকা : স্মৃতি বিস্মৃতির নগরী পড়েননি এমন ঢাকা প্রেমিক খুব কমই আছে। উল্লেখ্য, অনন্যা এই গ্রন্থটি প্রকাশ করেছে।
এরই ধারাবাহিকতায় অনন্যা প্রকাশ করল মুনতাসীর মামুনের ঢাকা সমগ্র-এর প্রথম খণ্ড। গত দু’দশকে মুনতাসীর মামুন রচিত ও সম্পদিত ঢাকা বিষয়কগ্রন্থের সংখ্যা অনেক। এসব গ্রন্থের অনেকগুরো এখন ছাপা নেই, দুষ্প্রাপ্য। তাছাড়া ঢাকা বিষয়ক অনেক বই লেখক নিজেই আর পুনর্মূদ্রণে আগ্রহী নন। সে পরিপ্রেক্ষিতে আমরা পরিকল্পনা নিয়েছি লেখকের ঢাকা বিষয়ক গ্রন্থও রচনা ঢাকা সমগ্র শিরোনামে প্রকাশ করার।
ঢাকা সমগ্র-এর প্রথম খণ্ডে সংকলিত হয়েছে ড. মামুনের গ্রন্থ। সেগুলো হলো- হৃদয়নাথের ঢাকা শহর (১৯৮৫), স্মৃতিময় ঢাকা (১৯৮৯), পুরানোঢাকা : উৎসব ও ঘরবাড়ি (১৯৮৯), কর্ণেল ডেভিডসন যখন ঢাকায় (১৯৯০) এবং ঢাকার হারিয়ে যাওয়া কামান।
আমরা মনে করি, ঢাকা প্রেমিকদের মনেই শুধু গ্রন্থটি আগ্রহের সৃষ্টি করবে না, ঢাকা গবেষকদের কাছেও গ্রন্থটি হয়ে উঠবে তথ্যের আকর।
সূচি হৃদয়নাথের ঢাকা শহর * ঢাকার আর্মেনি সম্প্রদায় * খাজা আলিমউল্লাহ * নবাব আবদুল গনি * নবাব আহসানউল্লাহ * নবাব সলিমুল্লাহ * হৃদয়নাথের ঢাকা শহর * উনিশ শতকের শেষার্ধের ঢাকা * ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ * ঢাকায় সিপাহি বিদ্রোহ * ঢাকার অধিবাসীরা * ঢাকার পূজা-পার্বণ ও উৎসব * ঢাকার গীতবাদ্য ও অভিনয় * ঢাকার ধর্মীয় জীবন * ঢাকার পণ্য * ঢাকার আইন আদালত * ১৮৫৭ সালের বিদ্রোহ: ঢাকায়
স্মৃতিময় ঢাকা * রমনার স্মৃতি * ঢাকার পঞ্চায়েত * গণিউর রাজার ঢাকা ভ্রমণ * প্রথমবারের ভ্রমণ * দ্বিতীয়বারের ভ্রমণ * তৃতীয়বারের ভ্রমণ * চতুর্থবারের ভ্রমণ * শেষবারের ঢাকা ভ্রমণ
পুরানো ঢাকা উৎসব ও ঘরবাড়ি * পুরানো ঢাকার উৎসব * ঈদ * জন্মষ্টমী * হোলি ও ঝুলন * ঢাকায় ঝুলন যাত্রা (প্রাপ্ত) * পুরানো ঢাকার ঘরবাড়ি
কর্ণেল ডেভিডসন যখন ঢাকায় * কর্নেল ডেভিডসন যখন ঢাকায় * নায়েব নাজিম * লালবাগ দুর্গ
ঢাকার হারিয়ে যাওয়া কামান * ঢাকা শহর : ইতিহাসের উপকরণ * অধ্যাপক আহমদ হাসান দানী ও ঢাকা শহর * ঢাকার হারিয়ে যাওয়া কামান * নির্ঘণ্ট
মুনতাসীর মামুনের পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার গুলবাহার গ্রামে, কিন্তু তিনি ঢাকার ইসলামপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বেড়ে ওঠা চট্টগ্রামে। সেখানেই পোর্ট ট্রাস্ট প্রাইমারি ও হাই স্কুলে প্রাথমিক শিক্ষা নেন। পরে ভর্তি হন চট্টগ্রাম কলেজে। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং একই বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবনে সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন, কাজ করেছেন ‘দৈনিক বাংলা বিচিত্রা’য়। এছাড়াও স্বাধীনতার পর প্রথম ডাকসু নির্বাচনের সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদের সভাপতি হিসেবে নিয়োজিত ছিলেন। ১৯৭৪ সালে প্রভাষক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন শুরু করেন। এরপরই তার বিভিন্ন অনুবাদগ্রন্থ, চিত্র সমালোচনা এবং ইতিহাস বিষয়ক গ্রন্থ প্রকাশিত হয়। ইতিহাসের প্রতি তার ভালোবাসা এবং দায়িত্ববোধ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 'মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইন্সটিটিউট' প্রতিষ্ঠা করেন। বাংলার ইতিহাসকে তিনি প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে চান- এই উদ্দেশ্যেই মুনতাসীর মামুনের বই লেখা। একজন শিক্ষক হওয়ার পাশাপাশি তিনি একজন ইতিহাসবিদ ও সাহিত্যিক। ঢাকা শহর নিয়ে তার রয়েছে গবেষণাপত্র। গড়ে তুলেছেন ‘সেন্টার ফর ঢাকা স্টাডিজ’ নামের ইতিহাস চর্চার একটি প্রতিষ্ঠান, যেখান থেকে মুনতাসীর মামুন এর বই সমগ্র তথা ১২টি গবেষণামূলক গ্রন্থ প্রকাশিত হয়েছে। মননশীল এই লেখক দীর্ঘ পাঁচ বছর ধরে লিখে যাচ্ছেন নানা বিষয়ে। মুনতাসীর মামুন এর বই সমূহ এর বিষয় বহুমাত্রিক। তার গ্রন্থের সংখ্যা ২২০, যাতে স্থান পেয়েছে গল্প, প্রবন্ধ, গবেষণা এবং অনুবাদ সাহিত্য। শিশু-কিশোরদের নিয়েও তার লেখা গ্রন্থ প্রশংসা কুড়িয়েছে। গণতান্ত্রিক আন্দোলনেও তার সক্রিয় উপস্থিতি লক্ষ্যণীয়। বর্তমানে এই ইতিহাসবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিষয়ের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।