সাক্ষাৎকার একটি কপাটখোলা জানালা—যা দিয়ে শরতের স্বচ্ছ আকাশের মতো এক নিমেষেই দেখে নেওয়া যায় লেখকের জীবন। লেখক-মনের ভাবনা, অবলোকন ও হাজারো কথা একের পর এক উঠে আসে নানারঙা প্রশ্নের উত্তরে। সাক্ষাৎকার মূলত একটি মুক্তমঞ্চ—যেখানে লেখক গল্প বলেন, চিন্তা বলেন। তবে এখানে বাঁধা-ধরা নিয়ম থাকে না। লেখার মূলনীতি মেনে কিছু ব্যক্ত করতে হয় না। এখানে চলে গল্প-আড্ডা এবং এই সহজিয়া কথোপকথনের ভেতর দিয়ে লেখক বলে চলেন তার দর্শন। তাই সাক্ষাৎকারের পাতায় পাঠকের সামনে উন্মোচিত হয় লেখকের সরলতম অবয়ব। আরবের বরেণ্য ছয়জন লেখকের ইসলামি সাহিত্যবিষয়ক সাক্ষাৎকারের সংকলন এটি। ইসলামি সাহিত্যের পরিচয়, বৈশিষ্ট্য ও রূপরেখার অনেক কথা এখানে উঠে এসেছে। চিন্তাগুলো নিখুঁতভাবে অনূদিত হয়েছে, এ-কথা বলার দুঃসাহস অনুবাদকের না থাকলেও সাধ্যমতো সুন্দর করার চেষ্টায় কসুর ছিল না, এটুকু বলার বৈধতা তার আছে। সাক্ষাৎকারগুলো গত তিন-চার দশকে বিভিন্ন আরবি ওয়েবসাইট ও প্রিন্ট ম্যাগাজিনে প্রকাশিত— স্ব স্ব জায়গায় সেগুলোর সূত্র উল্লেখ করা হয়েছে। তবে বিষয়সংশ্লিষ্টতা ও উপকারিতার বিবেচনায় বাংলা ইসলামি সাহিত্য আন্দোলনের মহান সৈনিক আবদুল মান্নান তালিবেরও একটি চমৎকার সাক্ষাৎকার শেষে জুড়ে দেওয়া হয়েছে।