মাতৃত্ব একটা অসাধারণ অভিজ্ঞতা। সাধ এবং স্বপ্ন দিয়ে মাখামাখি। অযুত রাত্রি নিযুত প্রহরের অপেক্ষা। একটা তুলতুলে নরোম শরীর, ছোট ছোট আঙুল, মায়াময় মুখ আর আদো আদো বোল— সবকিছুতে কী যে নিঃসীম মুগ্ধতা! মাতৃত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত—বান্দার প্রতি অপরিসীম দয়া আর করুণার প্রকাশ। মাতৃত্ব শুধু আনন্দ আর আবেগকেই তাড়িত করে না, দায়িত্বকেও বড় করে তোলে। একজন নারীর জীবনে সবচেয়ে সংবেদনশীল সময় হলো সন্তান গর্ভে ধারণের সময়টুকু। এই সময়ে তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তার স্বামী এবং অন্যদের সম্পর্ক কেমন হবে তা অনেকটাই নির্ভর করে একটা যথাযথ পূর্বপ্রস্তুতি, একটা গোছানো পরিকল্পনার ওপরে। গর্ভকালীন সময়ের একাকীত্ব, অবসাদ এবং বিষণ্নতাকে ডিঙিয়ে কীভাবে একজন নারী আনন্দমুখর একটা সময় পার করবে, কীভাবে রবের সাথে গড়ে নিবে আরো মজবুত সম্পর্ক—সেসব নিয়ে যদি গোছানো একটা ছক পাওয়া যায়, কেমন হবে? ‘মা হওয়ার দিনগুলোতে’ বইটি ঠিক সেরকম একটা ছক যা সন্তান সম্ভবা একজন মুসলিম নারীকে এনে দাঁড় করাবে অন্যরকম মাতৃত্ব-অভিজ্ঞতার সামনে।
হায়াতের দিন ফুরিয়ে গেলে নিভে যাবে জীবনের প্রদীপ। সেই অবধারিত, অনিবার্য ক্ষণটা চলে আসার আগে, আমরা আরেকবার জীবনের পেছনে তাকাতে পারি। নতুনভাবে করতে পারি অনেক হিশেব-নিকেষ। সেই হিশেব-নিকেষের ঘটনায়, ‘হায়াতের দিন ফুরোলে’ বইটা আপনার বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠতে পারে, ইনশাআল্লাহ।
আরিফ আজাদ একজন জীবন্ত আলোকবর্তিকা- লেখক আরিফ আজাদকে বর্ণনা করতে গিয়ে একথাই বলেছেন ডঃ শামসুল আরেফিন। গার্ডিয়ান প্রকাশনী আরিফ আজাদের পরিচয় দিতে গিয়ে লিখেছে, “তিনি বিশ্বাস নিয়ে লেখেন, অবিশ্বাসের আয়না চূর্ণবিচুর্ণ করেন।” আরিফ আজাদ এর বই মানেই একুশে বইমেলায় বেস্ট সেলার, এতটাই জনপ্রিয় এ লেখক। সাম্প্রতিককালে বাংলাদেশের সাহিত্য অঙ্গনে সবচেয়ে আলোড়ন তোলা লেখকদের একজন আরিফ আজাদ। চট্টগ্রামে জন্ম নেয়া এ লেখক মাধ্যমিক শিক্ষাজীবন শেষ করে চট্টগ্রাম জিলা স্কুলে। একটি সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। লেখালেখির ক্যারিয়ারের শুরু থেকেই আরিফ আজাদ এর বই সমূহ পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে। তার প্রথম বই ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ ২০১৭ সালের একুশে বইমেলায় প্রকাশ পায়। বইটির কেন্দ্রীয় চরিত্র সাজিদ বিভিন্ন কথোপকথনের মধ্যে তার নাস্তিক বন্ধুর অবিশ্বাসকে বিজ্ঞানসম্মত নানা যুক্তিতর্কের মাধ্যমে খণ্ডন করে। আর এসব কথোপকথনের মধ্য দিয়েই বইটিতে অবিশ্বাসীদের অনেক যুক্তি খণ্ডন করেছেন লেখক। বইটি প্রকাশের পরপরই তুমুল জনপ্রিয়তা পায়। এটি ইংরেজি ও অসমীয়া ভাষায় অনূদিতও হয়েছে। ২০১৯ সালের একুশে বইমেলায় ‘প্যারাডক্সিক্যাল সাজিদ - ২’ প্রকাশিত হয়ে এবং এটিও বেস্টসেলারে পরিণত হয়। সাজিদ সিরিজ ছাড়াও আরিফ আজাদ এর বই সমগ্রতে আছে ‘আরজ আলী সমীপে’ এবং ‘সত্যকথন’ (সহলেখক) এর মতো তুমুল জনপ্রিয় বই।