পৃথিবীর সব মানুষ নিজেদের ভেতর বয়ে চলেছে রুহ নামক এক অতি জাগতিক সত্তা! মহাবিশ্ব নির্মাণের শুরুতেই সৃষ্টি হওয়া এই রুহদের মধ্য থেকে কিছু রুহকে বিশেষ ক্ষমতাসম্পন্ন করে পাঠানো হয় জাগতিক দুনিয়ায়। অতিপ্রাকৃতের শুভশক্তি হিসেবে চিহ্নিত এই রুহগুলোর ওপরেই মহাজগতের ভারসাম্য রক্ষার দায়িত্ব অর্পিত। কিন্তু মানুষের কাঠামোয় আবদ্ধ এই শক্তিধর রুহ কারা তা কীভাবে নির্ণিত হবে? কীভাবে একটা মানুষ বুঝবে তার বিশেষত্ব? অথবা হঠাৎ নিজের ক্ষমতা সম্পর্কে অবগত হওয়ার পর কেমন হবে তার অনুভূতি? ক্ষমতাপ্রাপ্তির জন্য কি তাকে সম্পন্ন করতে হতে পারে বিশেষ কোনো প্রক্রিয়া? এর মাধ্যমে কি উন্মোচিত হয়ে যাবে বিশ্বব্রহ্মাণ্ডে লুক্কায়িত নিগূঢ় কোনো সত্য? এসবের সাথে কীভাবে জড়িয়ে আছে ব্ল্যাক মুন বা কালো চাঁদ? প্রকৃতির এমন মায়াজালে জড়ানো সময়ের জনপ্রিয় ভুগার ও ফটোগ্রাফার নিভৃতা চৌধুরী প্রেমে পড়ে যায় সাতাশ বছর আগে মৃত্যুবরণ করা তৎকালীন জনপ্রিয় রক মিউজিশিয়ান নির্ভান বিন নোয়েলের! কী হবে এই পরাবাস্তব প্রেমের পরিণতি! ফ্যান্টাসি লেখক নিমগ্ন দুপুরের জনপ্রিয় সিরিজ দ্য ব্ল্যাক মুন-এর অলৌকিক রহস্য ও জাদুঘেরা প্রথম খণ্ডে আপনাকে স্বাগত।
তিনি একজন লেখক, কবি ও কথাশিল্পী। যিনি তার লেখায় জীবনের কথা বলেন। পেশায় একজন ল ইয়ার হয়েও তিনি নিজেকে লেখক হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। উপন্যাস লেখার ক্ষেত্রে তার প্রিয় জেনার হলো, ডার্ক ফ্যান্টাসী থ্রিলার। আমৃত্যু তিনি লেখালেখির সাথেই থাকতে চান। নিমগ্ন দুপুর এর থ্রিলার সমূহ হলো: দ্য ব্ল্যাক মুন (সিরিজ), হোয়াইট ম্যাজিক - লাইফ অব ডেথ। কাব্যগ্রন্থ সমূহ: নিষিদ্ধ সময়ের কবিতা, মৃত্যুর মিছিল থেকে বলছি, যে রোদে নিকোটিন পোড়ে। বাংলা সাহিত্যে প্রথমবারের মত, স্বনামধন্য কবি ও গীতি কবিদের নিয়ে করা কাব্য সংকলন 'অঙ্কিত অঙ্কুর' এর সম্পাদক তিনি।