আপনি তো মানুষ; তাহলে কেনো ছোটবেলা থেকে আপনাকে আপনার বাবা মা, গুরুজন ও শিক্ষকবৃন্দ উপদেশ দিয়ে আসতেছে যে মানুষের মতো মানুষ হও; তাহলে আপনি কি মানুষ না? কেনো তাহলে আপনাকে আবার মানুষের মতো মানুষ হতে বলা হচ্ছে? এ প্রশ্নের জবাবই হচ্ছে "এবার তোরা মানুষ হ" নামক ব্যতিক্রমী এই কাব্যগ্রন্থটি। এই বইয়ের নাম এবার তোরা মানুষ হ নামকরণের পেছনে রয়েছে সমসাময়িক প্রেক্ষাপট, ঘটনা ও অভিজ্ঞতা। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। যার হুঁশ আছে, যার বিবেক ও মনুষ্যত্ব আছে সে-ই মানুষ। কিন্তু দুঃখের বিষয়, হস্তপদ সম্পন্ন মনুষ্য খোলশের অভ্যন্তরে দৈহিক অবয়ব ব্যাতিরেকে হুঁশ, বিবেক, মানবতা, সততা, ন্যায়পরায়ণতা, সৌহার্দ্যপূর্ণতা ও সৌজন্যতাবোধ নামক যেসব গুণাবলি থাকার দরকার তা বহুলাংশে অনুপস্থিত। যে গুণাবলি ছাড়া মানুষকে অন্য প্রাণী থেকে পৃথক করা যায় না, যে গুণাবলি ছাড়া মানুষের মতো দেখতে মনে হলেও তাকে আদতে মানুষ বলা যায় না। বইটি পড়লে আরো জানতে পারবেন মানুষ ও অমানুষের বৈশিষ্টগুলি এবং কেনো এবং কাকে উদ্দেশ্য করে লেখক বলতে চাচ্ছেন "এবার তোরা মানুষ হ"। বইটি যেমন অন্যায়, অবিচার ও বিদ্রোহী কবিতায় অলংকৃত; তেমনি রয়েছে বাস্তবধর্মী, ধর্ম, জীবনমুখী, রোমান্টিকতাসম্পন্ন কবিতায় সমৃদ্ধ। বইয়ের প্রতিটি কবিতা আপনাকে হাসাবে, কাঁদাবে, ভাবাবে ও জাগাবে। আপনাকে করবে পুলকিত, শিহরিত ও অনুপ্রাণিত। কবিতাগুলি গতানুগতিকের বাহিরে গিয়ে ভিন্ন আঙ্গিকে রচিত। শুধু তাই নয় বইয়ের দৃষ্টিনন্দন অলংকরণও পাঠককে দিবে এক নতুন ধরণের অভিজ্ঞতা।
বঙ্গীয় ব-দ্বীপের সর্বদক্ষিণের অঞ্চলের নাম নোয়াখালী, যার প্রাচীন নাম ভুলুয়া। সে অঞ্চলের লতায় জড়ানো পাতায় মোড়ানো প্রত্যন্ত সবুজ সুন্দর একটি গ্রামের এক সাবলীল ও সম্ভ্রান্ত পরিবারে জন্ম ও বেড়ে ওঠা এই বইয়ের লেখক ওমর ফারুক নিউটন-এর। নিজ গ্রামে মাধ্যমিক সম্পন্ন করে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন ফেনীর ঐতিহ্যবাহী ও প্রাচীন কলেজ ফেনী সরকারি কলেজ থেকে। এরপর উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্যে পাড়ি জমান সুদূর গ্রেট ব্রিটেনে, গ্রাজুয়েশন সম্পন্ন করেন অক্সফোর্ডের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এবং অর্জন করেন অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সের উপর বেশ কিছু কোয়ালিফিকেশন। তারপর পাড়ি জমান আটলান্টিকের তীর ঘেঁষা অনন্যসুন্দর দ্বীপ রাষ্ট্র আয়ারল্যান্ডে। বর্তমানে পেশায় একজন প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট, নিয়োজিত আছেন একটি স্বনামধন্য বহুজাতিক কোম্পানিতে। এছাড়াও কাজ করেছেন বেশ কিছু জাতীয় ও বহুজাতিক কোম্পানিতে। অবসর সময়ে লেখালেখি করেন। একসময় বিভিন্ন ব্লগে, সোশ্যাল মিডিয়া ও পত্রিকায় লেখালেখি করতেন। বর্তমানে আয়ারল্যান্ডের স্থানীয় বাংলা পত্রিকা আইরিশ বাংলা টাইমসে নিয়মিত লেখালেখি করেন। তিনি উক্ত পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়াও জড়িত আছেন বিভিন্ন সামাজিক কার্যক্রম ও ভলান্টারি সংস্থার সাথে।