Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Omar F Newton books

followers

ওমর এফ নিউটন

বঙ্গীয় ব-দ্বীপের সর্বদক্ষিণের অঞ্চলের নাম নোয়াখালী, যার প্রাচীন নাম ভুলুয়া। সে অঞ্চলের লতায় জড়ানো পাতায় মোড়ানো প্রত্যন্ত সবুজ সুন্দর একটি গ্রামের এক সাবলীল ও সম্ভ্রান্ত পরিবারে জন্ম ও বেড়ে ওঠা এই বইয়ের লেখক ওমর ফারুক নিউটন-এর। নিজ গ্রামে মাধ্যমিক সম্পন্ন করে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন ফেনীর ঐতিহ্যবাহী ও প্রাচীন কলেজ ফেনী সরকারি কলেজ থেকে। এরপর উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্যে পাড়ি জমান সুদূর গ্রেট ব্রিটেনে, গ্রাজুয়েশন সম্পন্ন করেন অক্সফোর্ডের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এবং অর্জন করেন অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সের উপর বেশ কিছু কোয়ালিফিকেশন। তারপর পাড়ি জমান আটলান্টিকের তীর ঘেঁষা অনন্যসুন্দর দ্বীপ রাষ্ট্র আয়ারল্যান্ডে। বর্তমানে পেশায় একজন প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট, নিয়োজিত আছেন একটি স্বনামধন্য বহুজাতিক কোম্পানিতে। এছাড়াও কাজ করেছেন বেশ কিছু জাতীয় ও বহুজাতিক কোম্পানিতে।
অবসর সময়ে লেখালেখি করেন। একসময় বিভিন্ন ব্লগে, সোশ্যাল মিডিয়া ও পত্রিকায় লেখালেখি করতেন। বর্তমানে আয়ারল্যান্ডের স্থানীয় বাংলা পত্রিকা আইরিশ বাংলা টাইমসে নিয়মিত লেখালেখি করেন। তিনি উক্ত পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়াও জড়িত আছেন বিভিন্ন সামাজিক কার্যক্রম ও ভলান্টারি সংস্থার সাথে।

ওমর এফ নিউটন এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed