আয়মান সাদিক বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। প্রতি মাসে ১ কোটিরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে এই প্ল্যাটফর্মটিতে। তিনি গত এক দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতা করছেন। অফলাইনে পড়ানোর মাধ্যমে যাত্রা শুরু করলেও সারাদেশের সব শিক্ষার্থীদের একসাথে, এক প্ল্যাটফর্মে পড়ানোর স্বপ্ন নিয়ে পরবর্তীতে অনলাইনে পড়ানো শুরু করেন। ফেসবুক ও ইউটিউবে লাইভ ক্লাস, ভিডিও টিউটোরিয়াল ও বিভিন্ন কোর্সের মাধ্যমে তিনি এরই মধ্যে কয়েক কোটি শিক্ষার্থীকে পড়িয়েছেন। তিনি একজন পাঠকপ্রিয় লেখকও। তাঁর লেখা 'নেভার স্টপ লার্নিং', 'স্টুডেন্ট হ্যাকস', 'কমিউনিকেশন হ্যাকস' ও 'লোকে কী বলবে' ছিল অমর একুশে গ্রন্থমেলার বেস্টসেলার বই। এসবের পাশাপাশি নিজের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল থেকে তিনি নিয়মিত ফ্রি শিক্ষামূলক ভিডিওর মাধ্যমে ১ কোটি শিক্ষার্থীর দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখছেন। বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় অভূতপূর্ব অবদান রাখায় তিনি রাণী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে 'Queen's Young Leader' পুরস্কার পান। এছাড়াও ২০১৮ সালে তিনি বিশ্বের স্বনামধন্য ম্যাগাজিন ফোর্বসের '30 Under 30' লিস্টে অন্তর্ভুক্ত হন।
বিখ্যাত অনলাইন ব্যক্তিত্ব ও শিক্ষা উদ্যোক্তা আয়মান সাদিক বাংলাদেশের তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার এক অন্য নাম। তিনি শুধু অনলাইন কন্টেন্ট তৈরির মাধ্যমেই এদেশের তরুণ সমাজের কাছে পৌঁছেছেন তা নয়, তাদের জন্য লিখেছেন বই ও আয়োজন করেছেন অগুণতি সেমিনার ও কর্মশালার, যেগুলো আলোকবর্তিকা হিসেবে নানাভাবে সাহায্য করেছে তাদের। বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল তায়েব ও গৃহিণী শারমিন আক্তার দম্পতির ঘরে ১৯৯২ সালের ২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন আয়মান সাদিক। চট্টগ্রামের ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজ থেকে তিনি মাধ্যমিক এবং ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন। অতঃপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেন। আইবিএ-তে পড়াশোনা চলাকালে তিনি ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন শিক্ষাভিত্তিক অনলাইন প্লাটফর্ম 'টেন মিনিট স্কুল'। এই প্লাটফর্মের সাহায্যে বিভিন্ন একাডেমিক ও অন্যান্য বিষয়ের উপর তথ্য ও লেকচার সমৃদ্ধ ভিডিও তৈরি করে বিনামূল্যে মানুষের কাছে পৌঁছে দেয়া হয় এবং এভাবে শিক্ষাকে সহজলভ্য করে তুলতে বিশাল অবদান রেখেছেন আয়মান সাদিক। আয়মান সাদিক এর বইগুলোও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। টেন মিনিট স্কুলের ব্যাপক সাফল্যের ফলে আয়মান সাদিক এর বই সমূহ পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। আয়মান সাদিক এর বই সমগ্র এর মধ্যে উল্লেখযোগ্য হলো 'স্টুডেন্ট হ্যাকস', 'ভাল্লাগে না, 'নেভার স্টপ লার্নিং' ইত্যাদি। একজন সফল তরুণ উদ্যোক্তা হিসেবে তিনি 'কুইন্স ইয়াং লিডার এওয়ার্ড', 'ইয়ুথ এওয়ার্ড', 'ডিওয়াইডিএফ ইয়ুথ আইকন পুরস্কার' ইত্যাদি বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন।