কমরেড জাহাঙ্গীর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের একজন উদ্যোগী নেতা। তিনি একজন নিবেদিত কমিউনিস্ট বটে। মাধ্যমিক শিক্ষকদের স্বার্থ নিয়ে আন্দোলন করার জন্য তিনি বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয়ভাবে গড়ে তুলেছেন। তিনি বৃহত্তর শিক্ষক আন্দোলন ও সমাজ পরিবর্তনের সংগ্রামেও নিয়োজিত আছেন। সম্প্রতি মার্কসবাদকে সহজভাবে বাংলাদেশে প্রচার ও প্রসারের জন্য অজস্র পরিশ্রম করে ২'শত পৃষ্ঠার বেশি একটি পান্ডুলিপি তিনি রচনা করেছেন এবং এর ফ্ল্যাপ লেখার জন্য আমাকে অনুরোধ করেন- আমি তাতে সম্মত হয়েছি। 'মার্কসবাদ' নিয়ে তার লেখায় এত অজস্র বিষয় এবং অল্প পরিসরে সন্নিবেশিত হয়েছে যা আমি তার এই চয়ন দক্ষতায় ( selection efficiency) রীতিমত বিস্মিত হয়েছি। তার এ লেখায় পান্ডিত্যের চেয়ে সরল উপলব্দি বেশি। একার্থে এটি একটি সাহসী ও মহৎ উদ্যোগ বলা যেতে পারে। এ রকম উদ্যোগে ভুল-ত্রুটি ও সীমাবদ্ধতা থাকা খুবই স্বাভাবিক। তবুও জাহাঙ্গীরের মতো সদ্য যারা মার্কসবাদে আগ্রহী হয়েছেন- তাদের জন্য এই বইয়ে অনেক চিন্তার খোরাক রয়েছে। জাহাঙ্গীরের মতো তারা এ বইটি পড়ে যদি উদ্বুদ্ধ হন এবং নিজেরা এখানে উদ্ধৃত মূল গ্রন্হগুলি আরো পাঠ করেন তাহলে অবশ্যই 'মার্কসবাদ' এর প্রচার ও প্রসার আরো সহজ হবে। তার এই মহতি ও সাহসী উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই। ড. এম. এম আকাশ সাবেক চেয়ারম্যান,অর্থনীতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়।