চারশ বছর পর পুনরায় ঘটতে চলেছে মহাজাগতিক সম্মেলন! এই রাতের উদ্দেশ্যে শতাব্দীর পর শতাব্দী ধরে সাধনায় লিপ্ত থাকে অতিপ্রাকৃত অশুভ শক্তিরা। ডার্ক লাইটের প্রভাবে অপশক্তিগুলো এ সময় তাদের ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়। অসীম ক্ষমতাসম্পন্ন ব্ল্যাক মুন স্ক্যার্স চিহ্নিত সোলরা ডার্ক লাইটের চূড়ান্ত তিথিতে অপেক্ষাকৃত শক্তিহীন হয়ে যায় বলে জিন, প্রেতাত্মা ও ভ্যাম্পায়ারসহ অতিপ্রাকৃতের সম্মিলিত অপশক্তিগুলো তাদের বিরুদ্ধে এমন রাতকে কেন্দ্র করেই আক্রমণের পরিকল্পনা সাজায়। তবে কি এই তিথি ঘিরে তারা বুনছে অতিপ্রাকৃতের ইতিহাসে বৃহৎ কোনো মহাযুদ্ধের জাল? এদিকে জিন সম্প্রদায়ের অধিক ক্ষমতাসম্পন্ন এরহান বংশের রাজকুমার শামির ভালোবেসে ফেলেছে তাদেরই চিরশত্রু ব্ল্যাক মুন স্ক্যার্স সোল নিভৃতাকে! ওদিকে ব্ল্যাক মুন সংঘের লর্ড জানিয়েছেন মহাযুদ্ধ অবশ্যম্ভাবী। তবে কি অপশক্তিরা ছিনিয়েই নেবে নিজেদের শ্রেষ্ঠত্ব? তাহলে কার প্রেম খুঁজে পাবে গন্তব্য? দারুণ রহস্যে পরিপূর্ণ, রোমাঞ্চকর এবং টানটান উত্তেজনায় ভরপুর দ্য ব্ল্যাক মুন সিরিজের দ্বিতীয় পর্ব দ্য ডার্ক লাইট-এর অন্ধকার জগতে আপনাদের স্বাগত।
তিনি একজন লেখক, কবি ও কথাশিল্পী। যিনি তার লেখায় জীবনের কথা বলেন। পেশায় একজন ল ইয়ার হয়েও তিনি নিজেকে লেখক হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। উপন্যাস লেখার ক্ষেত্রে তার প্রিয় জেনার হলো, ডার্ক ফ্যান্টাসী থ্রিলার। আমৃত্যু তিনি লেখালেখির সাথেই থাকতে চান। নিমগ্ন দুপুর এর থ্রিলার সমূহ হলো: দ্য ব্ল্যাক মুন (সিরিজ), হোয়াইট ম্যাজিক - লাইফ অব ডেথ। কাব্যগ্রন্থ সমূহ: নিষিদ্ধ সময়ের কবিতা, মৃত্যুর মিছিল থেকে বলছি, যে রোদে নিকোটিন পোড়ে। বাংলা সাহিত্যে প্রথমবারের মত, স্বনামধন্য কবি ও গীতি কবিদের নিয়ে করা কাব্য সংকলন 'অঙ্কিত অঙ্কুর' এর সম্পাদক তিনি।