বাবুল নাটকের সাথে যুক্ত সেই বহুকাল আগে থেকেই। দীর্ঘ এ পথচলায় তার অভিজ্ঞতাও প্রচুর। যথেষ্ট পরিণতকালেই তিনি নাটক সংক্রান্ত লেখালেখিতে যুক্ত হয়েছেন। তার এই যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমরা বেশ কিছু গবেষণামূলক নাট্য প্রবন্ধ পাই; যা থেকে একটি কাল এবং সেই কালকে বিচার্য বিষয় ধরে একটি সুনিদিষ্ট মতামতেও আমরা যেতে পারি। একমুখি ভাবনার প্রবলতাও দেখা যায় কয়েকটি প্রবন্ধে, যেমন রবীন্দ্রনাথের ডাকঘর প্রবন্ধটিতে ব্যক্তি-ধারণার প্রাবল্য খুব, তবে অযৌক্তিক নয়। অন্য গবেষকদের সাথে মিল এবং অমিলের বৈপরিত্য প্রকট ডাকঘর প্রবন্ধটিতে। অভিনয় বিষয়ক প্রবন্ধের মধ্যে একটি ব্যতিক্রমী ভাবনার আভাস পাওয়া যায়। দলীয় চেতনা, অভিনয় রীতি এবং ব্যক্তি-স্বাতন্ত্র্যতার পার্থক্য নিয়ে এমনতর লেখা সম্ভবত এই প্রথম। প্রকাশনা-উপাত্ত সংক্রান্ত প্রবন্ধটি বেশ, তবে উপস্থাপন এবং বিশ্লেষণে আগামী গবেষকগণ এই প্রবন্ধে আরও তথ্য এবং উপাত্ত যুক্ত করে সময় উপযোগী করে তুলবেন; তেমনটাই আশা করি। গ্রন্থটিতে সাতটি প্রবন্ধ আছে, প্রতিটি প্রবন্ধই একএকটি তথ্যনির্ভর বিশ্লেণাত্মক পরিক্রমা। ব্যক্তি অভিজ্ঞতা লব্ধ এবং সামষ্টিক উপলব্ধির চমৎকার মিশেল পাওয়া যাবে প্রবন্ধগুলিতে।
Title
নাট্য ভাবনায় মাইকেল রবীন্দ্রনাথ ও অন্যান্য প্রবন্ধ
নাট্যশিল্পের অনিত্যতা সত্ত্বেও নাট্যমঞ্চায়ন রেখে যায় নানা স্মৃতিচিহ্ন; স্মারক-প্রকাশনা, মুদ্রিত সামগ্রী, আলােকচিত্র, লিখিত ভাষ্য ইত্যাদি কত কিছু।। নাটকের এবং নাট্যসংস্কৃতির পরিচয় পেতে এইসব তথ্য-উপাত্তের গুরুত্ব অপরিসীম, অথচ নাটক ঘিরে উৎপাদিত ও প্রকাশিত বিবিধ তথ্যসমূহ সংরক্ষণে। আমরা চরমভাবে উদাসীন ব্যক্তিগত, সাংগঠনিক ও জাতীয়ভাবে প্রতিফলিত এমনি ঔদাসিন্য ও অবহেলার শিকার হয়েছে নাট্যতথ্যবাহী উপকরণাদি।। এই অভাব মােচনে ভালােবাসা ও দায়বদ্ধতা থেকে এ নাটকের তথ্যউপাত্ত সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বাবুল বিশ্বাস । ১৯৮৬ সাল থেকে নিরলসভাবে নিজস্ব অর্থায়নে পরিচালিত। এই কাজের ফসল ‘বাংলাদেশ থিয়েটার আর্কাইভস'। তাঁর ভাণ্ডারের বিভিন্ন সম্পদ নিয়ে ইতিমধ্যে করেছেন ৪১টি প্রদর্শনী। বর্তমান সংকলন-গ্রন্থ সেই শ্রমসাধ্য কাজেরই আরেক প্রকাশ। তিনি থিয়েটার' পত্রিকার সংযুক্ত সম্পাদক, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব থিয়েটার। (ইউনেস্কো)-এর দ্বিবার্ষিক প্রকাশনা ‘ওয়াল্ড অব থিয়েটার'-এর সম্পাদকমণ্ডলীর সদস্য। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট-এর পাবলিকেশন্স কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। ইতােমধ্যে প্রকাশিত হয়েছে তাঁর গ্রন্থ ‘আর্ট অব বাংলাদেশ থ্র হানড্রেড থিয়েটার পােস্টার্স। নাটক লিখেছেন হনন, পােড়ামাটি, ঠিকানা। কর্মের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাকারিয়া স্মৃতিপদক, ফৌজিয়া ইয়াসমিন শিবলী পদক ও মহাকাল সম্মাননা।