Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Babul Bishshah books

follower

বাবুল বিশ্বাস

নাট্যশিল্পের অনিত্যতা সত্ত্বেও নাট্যমঞ্চায়ন রেখে যায় নানা স্মৃতিচিহ্ন; স্মারক-প্রকাশনা, মুদ্রিত সামগ্রী, আলােকচিত্র, লিখিত ভাষ্য ইত্যাদি কত কিছু।। নাটকের এবং নাট্যসংস্কৃতির পরিচয় পেতে এইসব তথ্য-উপাত্তের গুরুত্ব অপরিসীম, অথচ নাটক ঘিরে উৎপাদিত ও প্রকাশিত বিবিধ তথ্যসমূহ সংরক্ষণে। আমরা চরমভাবে উদাসীন ব্যক্তিগত, সাংগঠনিক ও জাতীয়ভাবে প্রতিফলিত এমনি ঔদাসিন্য ও অবহেলার শিকার হয়েছে নাট্যতথ্যবাহী উপকরণাদি।। এই অভাব মােচনে ভালােবাসা ও দায়বদ্ধতা থেকে এ নাটকের তথ্যউপাত্ত সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বাবুল বিশ্বাস । ১৯৮৬ সাল থেকে নিরলসভাবে নিজস্ব অর্থায়নে পরিচালিত। এই কাজের ফসল ‘বাংলাদেশ থিয়েটার আর্কাইভস'। তাঁর ভাণ্ডারের বিভিন্ন সম্পদ নিয়ে ইতিমধ্যে করেছেন ৪১টি প্রদর্শনী। বর্তমান সংকলন-গ্রন্থ সেই শ্রমসাধ্য কাজেরই আরেক প্রকাশ। তিনি থিয়েটার' পত্রিকার সংযুক্ত সম্পাদক, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব থিয়েটার। (ইউনেস্কো)-এর দ্বিবার্ষিক প্রকাশনা ‘ওয়াল্ড অব থিয়েটার'-এর সম্পাদকমণ্ডলীর সদস্য। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট-এর পাবলিকেশন্স কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। ইতােমধ্যে প্রকাশিত হয়েছে তাঁর গ্রন্থ ‘আর্ট অব বাংলাদেশ থ্র হানড্রেড থিয়েটার পােস্টার্স। নাটক লিখেছেন হনন, পােড়ামাটি, ঠিকানা। কর্মের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাকারিয়া স্মৃতিপদক, ফৌজিয়া ইয়াসমিন শিবলী পদক ও মহাকাল সম্মাননা।

বাবুল বিশ্বাস এর বই সমূহ

(Showing 1 to 19 of 19 items)

Recently Viewed