ইতিপূর্বে আমার তিনটি গল্প ও একটি উপন্যাসের বই প্রকাশিত হয়েছে। কবিতাও লিখছি অনেক দিন ধরে। কিন্তু সময় ও সুযোগের অভাবে ইতিপূর্বে আমার কোনো কবিতার বই প্রকাশিত হয়নি। আমার প্রিয় পাঠক ও শুভান্যুধ্যায়ীদের অনুরোধে অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষ্যে একটি কবিতার বই প্রকাশ করতে উৎসাহী হই। ‘দু’ফোঁটা জলের কাব্য’ আমার প্রকাশিত প্রথম কবিতার বই। জীবন চলার পথে নানা ঘটনা আমাদের মনকে আলোড়িত করে। মনের মাঝে নানা প্রশ্ন জাগে— জীবনে এসব ঘটনা কেন ঘটে? না ঘটলেই কি নয়? তবু জীবন চলে জীবনের নিয়মে, তার নিজস্ব গতিতে, রেখে যায় সুখ-দুঃখ আর স্মৃতি-বিস্মৃতি। ঘটে যাওয়া ভুলগুলোকে কখনো ফেলে আসা দিনগুলোতে এসে শোধরানো যায় না। ফিরে আসা যায় না আর অতীত জীবনে। তাই জীবনের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণই পারে জীবনকে সুখী করতে। মানব-মানবীর একটা সুন্দর রোমান্টিক জীবন কীভাবে সার্থক হতে পারে সেদিকে লক্ষ্য রেখে কবিতাগুলো নির্বাচন করা হয়েছে। এছাড়া সমাজে আমাদের পারিপার্শ্বিক না বৈষম্য ও অনাচারের বিরুদ্ধে কলম ধরতে চেষ্টা করেছি। কারণ আমি মনে করি, সকল অবিচার আর অনাচারের বিরুদ্ধে কবিতা হতে পারে অন্যতম হাতিয়ার। আশা করছি কবিতার বইটি সবার কাছে ভালো লাগবে। আর তা হলেই আমার পরিশ্রম সার্থক হবে।