আমাদের চারপাশে বাস করে অনেক প্রাণী। আবার দূর জঙ্গলেও বাস করে জীবজন্তু। শিশুরা এইসব পশু-পাখির প্রতি খুব আগ্রহ অনুভব করে। তাদের সম্পর্কে জানতে চায়। বাচ্চাদের সে আগ্রহকে সামনে রেখেই আমাদের এই আয়োজন। সোনামণিরা বেহুদা গালগল্প না শিখে যদি এইসব প্রাণী সম্পর্কে জেনে বড় হয়, তবে তাদের জ্ঞান অনেক সম্বৃদ্ধ হবে। তারা বুঝতে পারবে সৃষ্টির রহস্য কত বিশাল। কত নিপুণ এই ধরণী। আর কত মহান সেই সত্তা, যিনি এসব সৃষ্টি করেছেন। শিশুদের বোঝার স্বার্থে বিভিন্ন প্রাণীর মজার মজার নামকরণ করা হয়েছে। গল্পের ভাঁজে ভাঁজে তুলে ধরা হয়েছে জগতের বাস্তবতা। আর শেষটায় রয়েছে নৈতিকতার দারুণ সব শিক্ষা। গল্পকথায় আঁকা শিক্ষাগুলো তাদের অন্তরে খুব সহজেই রেখাপাত করবে ইন-শা-আল্লাহ। এখন আপনার পালা “ সোনামণিদের নৈতিকতার গল্প ” সিরিজটি আদরের সোনামণির হাতে তুলে দেওয়ার। সিরিজটিতে রয়েছে- ৬ টি ভিন্ন ভিন্ন গল্প নিয়ে ৬টি বই। গল্পগুলোতে প্রকৃতি ও পশু-পাখির রূপক চরিত্রের সমাহার। প্রাণীদের ভিন্ন ভিন্ন মজার নাম দেয়া হয়েছে যা শিশুদের জন্য বেশ উপভোগ্য। সুন্দর আকর্ষণীয় গ্রাফিক্স ডিজাইন। গল্পের শেষে ছোট্ট করে উল্লেখ করা হয়েছে মৌলিক শিক্ষা।