রোম শহর ও অন্যান্য অঞ্চল হতে গত তিন বছর যাবৎ একের পর এক বিভিন্ন বয়সী যুবতী মেয়ে নিখোঁজ হচ্ছে। এরা কোথায় যাচ্ছে কিংবা তাদের গন্তব্যস্থল কোথায় তা পুলিশ এখনো জানতে পারেনি। শহরের অসংখ্য পরিবারের অভিভাবকগণ তাদের সন্তানদের এমনভাবে আকস্মিক নিখোঁজ হওয়ায় আতঙ্কে সময় কাটাচ্ছে। ইতোমধ্যে যারা নিখোঁজ হয়েছে তাদের সবার বয়স ষোল থেকে ছাব্বিশ বছরের মধ্যে। সবচেয়ে মজার ব্যাপার হোলো, এদের কারো জীবিত কিংবা মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। পুলিশ এতোটুকু নিশ্চিত হয়েছে যে, তারা কেউই দেশের বাইরে যায়নি। এমনকি ঐ সময়ের মধ্যে তাদের পরিবারে কোনো কিডন্যাপিং ঘটনাও ঘটেনি। তাহলে এসব কিশোরী-যুবতীরা নিখোঁজ হচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে ও নিখোঁজ মেয়েদের উদ্ধার করতে ইতালির ইন্টেলিজেন্স এন্ড সিকিউরিটি এজেন্সির (আইএসএ) চৌকষ গোয়েন্দা কর্মকর্তা স্যামুয়েলের উপর দায়িত্ব পড়ে। স্যামুয়েল দায়িত্ব পাবার পরপরই আকস্মিক একদিন স্যামুয়েলের এক সহকর্মী সুন্দরী এমিলিয়াও অন্তর্ধান হয়ে। যায় শহরগুলোতে এমন অদ্ভুত ঘটনার আসল উদ্দেশ্য খুঁজে বের করার জন্য অনুসন্ধানে নেমে স্যামুয়েল বিস্ময়ে বিমূঢ় হয়ে যায় তাহলে কি ঘটতে চলেছে এবারের স্যামুয়েলের গোয়েন্দা মিশনে? টান টান উত্তেজনায় ভরপুর এক দূর্দান্ত কাহিনি নিয়ে এবার এসেছে ওয়েস্টার্ন গোয়েন্দা সিরিজ-৩-এর সিরিয়াল কিলার-১ বইটি। ঘটনার রহস্য জানতে এটি পড়ার আমন্ত্রণ রইলো।