প্রেরণা, অনুপ্রেরণার গল্প। এখানে কতকগুলো সত্য কাহিনির সমাহার। তবে কয়েকটি গল্পে চরিত্রের অনুমতি নিয়ে তাদের নামের পরিবর্তন করা হয়েছে। সাধারণত অনুপ্রেরণামূলক বইগুলোতে বিভিন্ন উপদেশ দেওয়া থাকে। এখানে কোনো উপদেশ দেওয়া নাই। কয়েকজন মানুষের গল্প শোনানো হয়েছে, যারা শূন্য থেকে শুরু করে জীবনের এমন জায়গায় পৌঁছে গেছেন যা তিনি নিজেও কল্পনা করতে পারেননি। তাঁরা তাদের চারপাশের সমস্ত প্রতিকূলতাকে পায়ে মাড়িয়ে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেছে। মানুষের কাছে কারো সফলতার গল্প শোনানো হলে তার সফলতা অর্জনের ক্ষুধা বাড়ে। এখানে শুধু সফলতার গল্পই শোনানো হয়নি, কোন পথে, কীভাবে সে সফল হয়েছে তাও বলা হয়েছে, যে কেউ ইচ্ছে করলে সেই পথ অনুসরণ করে নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারে। প্রতিটি মানুষ সম্ভাবনাময়। কোনো মানুষ এক জায়গায় ব্যর্থ হলে তার সব আশা শেষ হয়ে যায় না, বরঞ্চ তার নতুন নতুন বহু দুয়ার উন্মুক্ত হয়। জীবনকে নতুনভাবে সাজাতে হয়, নতুনভাবে পরিকল্পনা করে এগুতে হয়। এগুলো শুধু যে মুখের কথা নয়, বাস্তব জগতে এরকম উদাহরণ আমাদের আশপাশে অনেক ছড়িয়ে-ছিটিয়ে আছে, তাদের মধ্যে কয়েক জনের কাহিনি এখানে তুলে ধরা হয়েছে। যে কারো সফলতায় উদ্বুদ্ধ হয়ে তুমি তোমার জীবনকে সাফল্যমন্ডিত করো, এটাই কাম্য।
নামঃ আব্দুল্লাহ আল সুমন পিতাঃ আতিয়ার রহমান মাঃ আকলিমা আক্তার জন্মঃ নাটোর জেলাধীন লালপুর থানার ওয়ালিয়া গ্রামে। শৈশব থেকে সেখানেই বেড়ে। কবিতা লেখার মাধ্যমে লেখার হাতেখড়ি। ক্লাস সেভেনে থাকতে স্কুলের বিচিত্রা অনুষ্ঠানের জন্য নাটক লেখা হয়। এসএসসির পর উপন্যাস লেখা শুরু করলেও আর শেষ করা হয় নাই। পরে ২০১৩ সালে সৃজনী প্রকাশনী থেকে প্রথম উপন্যাস 'মুখবন্ধু' প্রকাশিত হয়। বইটি বেশ পাঠক নন্দিত হওয়ার পর এর সিক্যুয়াল উপন্যাস মুখবন্ধু রহস্য বের হয় ২০১৫ সালে, এরপর উপন্যাস অশরীরী এবং গল্পগ্রন্থ 'ডায়েরির পাতা' বের হয় গ্রন্থ কুটির থেকে। এ বছর আরেকটি গল্প গ্রন্থ 'অঙ্গার' বের হবে গ্রন্থকুটির থেকেই। মুখবন্ধু সিরিজের বই দুইটির দ্বিতীয় সংস্করণ এবং তৃতীয় পর্ব ২০২০ এর শেষে অথবা ২০২১ এর শুরুতে আসার সম্ভাবনা আছে। এছাড়া নতুন লেখকদের সংগ্রাম নিয়ে একটা উপন্যাস 'লেখক ' এক বছরের মধ্যে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। পেশাঃ প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ। বালুয়াকান্দি ডাঃ আবদুল গফ্ফার স্কুল এন্ড কলেজ।