‘শৈলশোভা’ উপন্যাস পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনসংগ্রাম, সন্ত্রাস, পাহাড়কাটা, পাহাড়ধস নিয়ে লিখেছিলাম। ইতিপূর্বে উপন্যাসটি ‘দৈনিক দেশের কণ্ঠ’ পত্রিকার সাহিত্য সাময়িকী পাতায় ধারাবাহিক ছাপা হয়েছিল। পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক খ্যাতিমান কবি, নাট্যকার, গীতিকার ও বাংলাদেশ টেলিভিশনের বার্তা বিভাগের সাবেক পরিচালক নাসির আহমেদ-এঁর আন্তরিকতায় ‘শৈলশোভা’ ধারাবাহিক ছাপা হয়েছিল। শ্রদ্ধা গুরুর প্রতি। বন্যপ্রাণী ও পরিবেশ বিষয়ক সাংবাদিক ও গবেষক হোসেন সোহেল ভাইয়ের কাছেও কৃতজ্ঞ। পার্বত্যাঞ্চলের নৃ-গোষ্ঠীদের নিয়ে তাঁর তৈরি করা প্রামাণ্যচিত্রগুলো আমাকে যথেষ্ট অনুপ্রাণিত করেছে উপন্যাসটি লিখতে। ধন্যবাদ, সোহেল ভাই। উপন্যাস পাঠে পাঠকের প্রশ্নবিদ্ধ হতে পারে, নৃ-গোষ্ঠীদের মুখের কথ্য ভাষা শুদ্ধভাবে কেন লিখেছি। আসলে এই উপাখ্যানের বিভিন্ন চরিত্রে একাধিক নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের উপস্থিতি রয়েছে; যাদের মুখের ভাষাও ভিন্ন ভিন্ন। যে ভাষার পাঠোদ্ধার সর্ব সাধারণের পক্ষে সম্ভব নয় বিধায় শুদ্ধ ভাষার দ্বারস্থ হলাম। আশা করি বিষয়টি বুঝাতে সক্ষম হয়েছি। দেশের খ্যাতনামা প্রকাশনীসংস্থা ‘নওরোজ সাহিত্য সম্ভার’ পা-ুলিপি মোড়কবন্দি করায় প্রতিষ্ঠানটির কাছে কৃতজ্ঞতায় আবদ্ধ হলাম। পরিশেষে বলতে চাই, উপন্যাসের কাল্পনিক কাহিনী ও চরিত্রের সঙ্গে কারো নাম বা জীবনধারা মিলে গেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
আলম শাইন। বাবা: মাে: মনির আহমেদ। মা: হােসনেআরা বেগম। জন্ম: ৫ মাঘ ১৩৭৭ বাংলা। জন্মস্থান: পূর্বচরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর। একাধারে তিনি কথাসাহিত্যিক, কলাম লেখক, প্রবন্ধকার, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ। হাজাম’ সম্প্রদায় নিয়ে তার লেখা উপন্যাস বােদ্ধা পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছে। উপন্যাসটি দৈনিক জনকণ্ঠ ও কলকাতার উদ্দালক পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং ড.মঞ্জুশ্রী সাহিত্য পুরস্কার ২০০৮'-এ ভূষিত হয়েছে। পরিবেশ সচেতনতা বৃদ্ধির প্রয়াসে যুক্তরাষ্ট্র থেকে প্রবর্তিত বােস্টন বাংলা নিউজ অ্যাওয়ার্ড২০১৫ ভূষিত হয়েছেন। এ ছাড়াও কথাসাহিত্য ও বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ‘বিজয় দিবস সম্মাননা২০১৭' প্রদান করছে ক্যানভাস অব বাংলাদেশ। তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ১৩টি। দেশের প্রথম শ্রেণির দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ-নিবন্ধ-ফিচারের সংখ্যাও কম নয়; হাজার ছাড়িয়ে গেছে । তন্মধ্যে পাখ-পাখালি নিয়ে প্রকাশিত ফিচারের সংখ্যা পাঁচশতাধিক। ঘুণে খাওয়া বাঁশি’ উপন্যাসটি দৈনিক মানবকণ্ঠ এনটিভি অনলাইন ও বােস্টন বাংলা নিউজ এ ধারাবাহিক প্রকাশিত হয়েছে।