বাংলাদেশের রাজধানী ঢাকা একটি প্রাচীন সমৃদ্ধিশালী নগরী। বৌদ্ধ শাসিত পালযুগ, হিন্দু শাসিত সেনযুগ, মুসলিম শাসিত তুর্কি ও মুঘল আমল, ব্রিটিশ শাসিত ইংরেজ আমল এবং পাকিস্তান আমলে ঢাকা ধারাবাহিক ইতিহাসে সমৃদ্ধ। পূর্ববঙ্গের জনপদসমূহ দীর্ঘ হাজার বছর ধরে আলোকিত হয়েছে ঢাকা এবং তার সন্নিহিত অঞ্চলকে ঘিরে। দেশি-বিদেশি বিভিন্ন জনগোষ্ঠীর সংমিশ্রণে ঢাকার সংস্কৃতি ঐতিহ্য অনেক বৈচিত্র্যময়। ভাষা, পেশা, খাদ্যাভাস, সামাজিকতা, রীতিনীতির অনুষঙ্গ রাজধানী ঢাকার স্থায়ী বাসিন্দা ঢাকাইয়াদের এক ভিন্ন সত্তা দান করেছে। ঢাকা নিয়ে অধুনাকালে চর্চা হচ্ছে নতুন নতুন মাত্রার। একসময় ঢাকাকেন্দ্রিক হাতেগোনা কয়েকটি বই পাওয়া যেত, এখন এ সংখ্যা কয়েকশত। প্রতিষ্ঠিত গবেষকদের বাইরে ঢাকাইয়া নতুন প্রজন্মের অনেক লেখক এখন ঢাকা চর্চার ব্যাপ্ত। ‘ঢাকানামা’ ঢাকার ওপর আমার রচিত নবম গ্রন্থ। ঢাকাইয়া রক্তের উত্তরাধিকার আমার ঢাকাচর্চার মূল প্রেরণা। ইতিহাসকে গবেষণার ভাষায় বিবৃত করা বা গদ্যের ভাষায় রচিত বই সহজ পাঠক এবং শিশু-কিশোর-তরুণদের কাছে অনেকটা দুরূহ হয়ে যায়। ‘ঢাকানামা’ বইয়ে সহজ সরল ভাষা প্রয়োগে ছন্দবন্ধভাবে ঢাকার সামগ্রিক বিষয় রচিত হয়েছে। বইটির পাতায় পাতায় ইতিহাস-ঐতিহ্য বর্ণনার সাথে ব্যবহৃত হয়েছে সম্পর্কিত ছবি। ঐতিহাসিক কয়েকটি গ্রন্থের নামকরণ অনুসরণে বইটির নাম রাখা হয়েছে ‘ঢাকানামা’। ‘ঢাকানামা’ পাঠ করলে যে কোনো পাঠক ঢাকাকেন্দ্রিক অন্যান্য বই পড়তে আগ্রহী হয়ে উঠবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি ‘ঢাকানামা’কে ঢাকার প্রথম পাঠ অথবা ‘আদর্শ লিপি' বলে অভিহিত করতে চাই।
জন্ম ১০ সেপ্টেম্বর ১৯৬৩ আমলিগােলা, লালবাগ। একেবারেই পুরনাে ঢাকায় কাদামাটির মানুষ। এক বনেদী পরিবারে জন্ম। সক্রিয় রাজনীতি, সাংবাদিকতা ও সমাজসেবার সঙ্গে জড়িত। মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু বিষয়ে আপােষহীন ও অকুতােভয়। সৎ সংগঠক, সুবক্তা। জীবনকে গ্রহণ করেছেন চ্যালেঞ্জ হিসাবে। মনেপ্রাণে ঘৃণা করেন ধর্মান্ধতা, মৌলবাদ ও উগ্র জাতীয়তাবাদকে। শিক্ষা-সংগঠন, বাস্তুহারা সমিতি, ভূমিহীন ও দরিদ্র জনগােষ্ঠীর উন্নয়ন নিয়ে কাজ করেন। কোন কিছুর বিনিময়ে স্বকীয়তা বিসর্জন দিতে রাজী নন। এখনও জীবনের লক্ষ্য স্থির করতে পারেননি। পত্রিকায় কলাম লিখতে লিখতেই বই প্রকাশের উদ্যোগ। ভবিষ্যতে রাজনীতি ও সমাজ সচেতন আরও প্রবন্ধনিবন্ধ লেখার ইচ্ছে আছে।। পেশাগত জীবনে দৈনিক প্রভাত-এর সহকারী সম্পাদক।