যুক্তরাষ্ট্র অনেকটা পুকুরে বেড়ানো হাঁসের মতো, আধুনিক যুগের প্রায় সব যুদ্ধে জড়ালেও যুদ্ধ কখনো তাদের স্পর্শ করতে পারেনি। দুটি বিশ্বযুদ্ধ, কিংবা ভিয়েতনাম- কখনো নিজভূমিতে যুদ্ধ করতে হয়নি আমেরিকাকে। এমনকি যে পার্ল হারবারের ঘটনা বিশ্বকে পারমাণবিক বোমার ক্ষমতা দেখিয়েছে, যা নিয়ে এত এত গল্প-কাব্য-চলচ্চিত্র- সে হামলাও আমেরিকার ভূখণ্ডে হয়নি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর তাই ইতিহাসে অনন্য। প্রায় আড়াই শ বছর পর যুদ্ধের ভয়াবহতা আমেরিকার নিজ আঙিনায় হাজির হয়েছিল। দেশটির নিরাপত্তাব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে তাদেরই বিমান ব্যবহার করে গর্বের টুইন টাওয়ার ও সামরিক শক্তির উৎস পেন্টাগনে হামলা করেছিল আল-কায়েদা। জবাবে সন্ত্রাসবাদী সংগঠনটির কোমর ভেঙে দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সংগঠনটির প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন ঠিকই ধরাছোঁয়ার বাইরে ছিলেন। ব্ল্যাক হক ডাউন-খ্যাত মার্ক বাউডেন তাঁর বইয়ে বিন লাদেনকে খুঁজে বের করার কঠিন সংগ্রামটি তুলে এনেছেন। সে সঙ্গে উঁকি দিয়েছেন বিন লাদেনের মাথায়; দেখানোর চেষ্টা করেছেন আল-কায়েদা নেতার চোখে পৃথিবীটা কেমন ছিল। কেমন ছিল বিশ্বের মোস্ট ওয়ান্টেড ব্যক্তির লুকিয়ে থাকার সময়টা, আমেরিকাকে স্তব্ধ করার আর নতুন কী পরিকল্পনা করছিলেন- 'দ্য ফিনিশ: দ্য কিলিং অফ ওসামা বিন লাদেন' বইয়ে উত্তর মিলবে সবকিছুর।