বাঙালি সংস্কৃতির প্রচার ও প্রসারের অগ্রদূত গোলাম মোস্তফা। সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে প্রবাসে বাঙালি সংস্কৃতির একটি সচল ধারা অব্যাহত রাখার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন গোলাম মোস্তফা। গ্লোবালাইজেশন-এর প্রভাবে যখন পাশ্চাত্য সংস্কৃতির রাহুগ্রাসে দেশীয় সংস্কৃতি, ঠিক সেই সময় গোলাম মোস্তফা প্রবাসী বাঙালিদের মাঝে ব্যাপক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে বাঙালি সংস্কৃতির উজ্জীবনে ভূমিকা রাখছেন। একইসঙ্গে বাঙালি সংস্কৃতিকে বিশ্বসংস্কৃতির ধাক্কা সামলে উঠতে পরিচালনা করছেন নানা কর্মকাণ্ড। স্বদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের আমন্ত্রিত অতিথি করে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে প্রবাসী বাঙালিদের শোনাচ্ছেন শেকড়ের গল্প। বহুবিচিত্র সংস্কৃতির পাশে ছড়াচ্ছেন বাঙালির সংস্কৃতির আলো। প্রবাসে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত গোলাম মোস্তফা। আয়োজন করছেন লন্ডন বাংলা বইমেলা, সঙ্গীত, নৃত্য ও কবিতার অনুষ্ঠান। বাঙালি সংস্কৃতির উজ্জীবনে তার এসব কর্মকাণ্ড বিশ্বে ব্যাপক প্রশংসিত। তার সাংস্কৃতিক কর্মযোগ প্রবাসী বাঙালিদের নিজস্ব সংস্কৃতির প্রতি উজ্জীবিত করে রেখেছে। ঘরে-বাইরে তারা বাঙালি সংস্কৃতিকে লালন করার প্রেরণা পাচ্ছে। আর তা সম্ভব হচ্ছে গোলাম মোস্তফা'র মতো বাঙালি সংস্কৃতির অগ্রদূতের কারণে।