যাকাত সম্পদশালীদের জন্য একটি ফরয ইবাদাত। এটি ইসলামের ৫টি মৌলিক স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। যাকাত আদায়ের ব্যাপারে কুরআন মাজীদে বহুসংখ্যক আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন ঘোষণা করেছেন। তাই যাকাতের গুরুত্ব আমাদের অনেকের কাছেই স্পষ্ট। যথাযথভাবে যাকাত আদায় না করার পরিণতি সম্পর্কেও আমাদের অনেকের জানা আছে। যারা যাকাত প্রদান করেন তারা ইসলামী শারইয়াহ অনুযায়ী যাকাত হিসাব এবং কুরআন নির্দেশিত পন্থায় কতটুকু ব্যয় করেন তা চিন্তার বিষয়। আমাদের জানামতে মানুষ নিজ সম্পদ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যতটা সচেতন থাকেন যাকাতের হিসাব এবং যাকাত ব্যয়ের ক্ষেত্রে অনেকেই ততোটা সচেতন থাকতে পারেন না। অর্থাৎ সকল হিসাব-নিকাশ পরিচালনা ও সংরক্ষণের জন্য খুবই সতর্ক এবং সচেতন থাকেন। কিন্তু সঠিক হিসাব করে যাকাতের বিধান পরিপূর্ণভাবে আদায় এবং উক্ত অর্থ ব্যয়ের যথাযথ পরিকল্পনা কতোজন করেন তা আমাদের ভাবনার বিষয়। বিষয়টি নিয়ে দীর্ঘ কয়েক বছরের ভাবনা থেকেই যাকাত ডায়েরি তুলে দেয়ার চেষ্টা করেছি। অত্র ডায়েরিতে যাকাত বিষয়ক একটি আলোচনা রয়েছে, যা শায়খ আবদুল জাব্বার জাহাঙ্গীর কর্তৃক ফাতহুল আল্লাম ফী তারতীবি আয়াতিল আহকাম গ্রন্থ অবলম্বনে মহাজ্ঞানী আল্লাহর বিধানাবলি বই থেকে চয়ন করা হয়েছে। তাছাড়া দেশবরেণ্য ইসলামিক স্কলারদের সুনজর ও সম্পাদনায় ডায়েরিটি সাজানো হয়েছে। আশা করি যাকাত দাতাগণ এ ডায়েরি ব্যবহারে উপকৃত হবেন। যাকাত ডায়েরিতে যা রয়েছে ১. যাকাত বিষয়ক আলোচনা, ২. যাকাত হিসাব [ব্যক্তিগত সম্পদ ও ব্যবসায়িক/প্রাতিষ্ঠানিক সম্পদ], ৩. যাকাত ব্যয়ের কুরআন নির্দেশিত আটটি খাত, ৪. যাকাত প্রদানের খসড়া তালিকা, ৫. যাকাত চূড়ান্ত বণ্টন, ৬. যাকাত গ্রহীতাগণের তথ্য, এ ডায়েরিতে দশ বছরের যাকাত হিসাব এবং বণ্টনের তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। যাকাত ডায়েরি ব্যবহারের সুবিধা যাকাত দাতা যাকাত ডায়েরিতে প্রদত্ত ফরম পূরণের মাধ্যমে নিজের যাকাত হিসাব নিজে খুব সহজেই সম্পন্ন করতে সক্ষম হবেন। সুষ্ঠুভাবে যাকাত প্রদানের লক্ষ্যে বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত গ্রহীতাদের খসড়া তালিকা লিখতে পারবেন। খসড়া তালিকা থেকে গুরুত্ব বিবেচনা করে চূড়ান্ত তালিকা প্রস্তুত ও বিতরণ করতে পারবেন। কুরআন নির্দেশিত খাতগুলোতে সুষ্ঠু ও পরিকল্পনা মাফিক যাকাত বিতরণের রেকর্ড থেকে যাকাতের প্রবৃদ্ধি দেখতে পাবেন। যাকাত বিষয়ক এ ডায়েরি সংরক্ষণ করে বিগত বছরগুলোর তথ্য ঝামেলাবিহীন খুব সহজেই হাতের কাছে পেয়ে যাবেন। এ জন্য আলাদা কোনো ফাইলের প্রয়োজন হবে না। যাকাত গ্রহীতাগণের আত্ম-উন্নয়নের ঘোষণা লিখে রেখে পর্যবেক্ষণ এবং গ্রহীতার উন্নয়নের মাধ্যমে যাকাতের মূল উদ্দেশ্য সফল হবে। সর্বোপরি নিজের যাকাত নিজেই ব্যবস্থাপনা করে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সাফল্য লাভে সক্ষম হবেন, ইনশা আল্লাহ।