শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর সর্বত্রই নারীর বেড়ে ওঠার প্রক্রিয়া কন্টকাকীর্ণ। উপরন্তু তিনি হাসি নিজের মতামতের গুরুত্ব প্রতিষ্ঠা করতে চান, তাকে নানারকম সামাজিক প্রতিকূলতার ভেতর দিয়ে যেতে হয়। তবু তার অগ্রযাত্রায় পথিকৃতের ভূমিকা নেন মেরি ওয়েলস্টনক্রাফ্ট ও বেগম রোকেয়াসহ অন্যান্য প্রতিবাদী নারী নেত্রীবৃন্দ। নাজনীন সীমন রচিত এই উপন্যাসে প্রথম থেকেই একজন প্রতিবাদী নারীকে বেড়ে উঠতে দেখা যায়: পটভূমি পূর্ব থেকে পশ্চিম। জীবনের পরতে পরতে জমে থাকা শ্রম ও বিড়ম্বনাকে তিনি শক্তিশালী কলমে তুলে আনতে সক্রেটিস, পেটো, নিৎসে, জন লক, ও হুমায়ুন আজাদসহ বিশিষ্ট মনীষীদের দ্বারস্থ হন। ফলত উপন্যাসটি ব্যথা, হারানোর বেদনা, বেড়ে ওঠার সংগ্রাম, নারীর একাকিত্বের আখ্যানের পাশাপাশি মনস্তাত্ত্বিক বিশ্লেষণের একটি অনন্য উদাহরণ হয়ে ওঠে। তাছাড়া গল্প বলার ঢং ও বুনন সৌকর্যে তিনি সর্বদাই স্বতন্ত্র। তাঁর উচ্চারণ ভাবায়, অনুপ্রাণিত করে, নিয়ে যায় শিল্পের কাঙ্ক্ষিত কন্দরে। শিবনারায়ণ রায়ের 'জিজ্ঞাসা' পত্রিকায় গল্প লেখার মাধ্যমে তাঁর আত্মপ্রকাশ। ভাষা বিন্যাস ও পটভূমি নির্মাণে তিনি অনেকাংশেই আখতারুজ্জামান ইলিয়াস ও হাসান আজিজুল হকের অনুসারী। ন্যাংটো সমাজের নিচু তলার মানুষের সাথে উঁচু তলার মানুষের প্রভৃ-ভৃত্য সম্পর্ক, স্বামীর চোখে স্ত্রীর নিম্ন বর্গীয় অবস্থান, পুরুষের থাবায় নারীর বিপদগ্রস্ত বিপর্যয়ের চিত্রায়নে সীমন এই উপন্যাসে ভিন্ন মাত্রা সংযোজনে সক্ষম হয়েছেন। আমরা 'বৃত্তের বিষাদ'-এর বহুল প্রচার কামনা করছি।
কবি ও গল্পকার নাজনীন সীমন সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের কুইন্স কলেজ থেকে ইংরেজী সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের পর একই বিষয়ে হাইস্কুল সিস্টেমে শিক্ষকতায় নিয়ােজিত আছেন। তিনি নিউইয়র্ক স্টেট ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি একই সংগঠনের সহ-সভাপতি। তাছাড়া ইন্টারনেট পত্রিকা এনওয়াই নিউজ৫২ ডট কম-এর সম্পাদক। তাঁর প্রথম গল্প শিবনারায়ণ রায় সম্পাদিত ‘জিজ্ঞাসা ও প্রথম কবিতা ছাপা হয়েছে ‘শব্দগুচ্ছ' পত্রিকায় । উত্তরাধুনিক কবিতায় পেয়েছেন শব্দগুচ্ছ পুরস্কার (২০০৭)। কাব্যগ্রন্থ: ‘আদিগন্ত বিস্তীর্ণতার ঢালে (২০০০), একটি বিড়াল ও আমার দুঃখ’ (২০১১) ও ‘বিশেষণের বিশেষ বাড়ি’ (২০১৪)। গল্পগ্রন্থ: ‘প্ৰতত রক্তাক্ত চিৎকার’ (অনন্যা, ২০০৮)। তাছাড়া মার্কিন কবি স্ট্যানলি এইচ বারকান ও কবি রুকসানা রূপার সাথে যৌথভাবে সম্পাদনা করেছেন দ্বিভাষিক গ্রন্থ ‘হাসানআল আব্দুল্লাহর কবিতার নানা প্রেক্ষিত’ (সিসিসি, ২০০৭)।