রাজনৈতিক ঘটনাপ্রবাহের নির্মোহ বিশ্লেষণ 'উচ্চারণের বিপরীতে। কর্তৃত্ববাদ, দুর্বৃত্তায়ন ও প্রতিহিংসা'। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এক পর্ব। এই নির্বাচন উপলক্ষে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতি ও বিবদমান রাজনৈতিক প্রতিপক্ষসমূহের নানা কৌশল চর্চার স্বরূপ বিশ্লেষণ এই বইয়ের প্রধান আলোচ্য হলেও শেষ পর্যন্ত তা একটি মাত্র জাতীয় নির্বাচনকেন্দ্রিক কথামালায় শেষ হয়ে যায় না। বরং দেশের রাজনীতিতে ক্রমপ্রসারমান কর্তৃত্ববাদ, দুর্বৃত্তায়ন ও প্রতিহিংসামূলক মানসিকতার বহুমাত্রিক বিশ্লেষণ হাজির করে এই বই। গণতন্ত্রের মূল যে সৌন্দর্য- পারস্পরিক সহাবস্থান ও সকল নাগরিকের প্রকৃত ভোটাধিকার; লেখক এই দুইয়ের প্রতি আস্থা রেখে নিবন্ধের পর নিবন্ধে যুক্তি, পরমতসহিষ্ণুতা ও সমঅধিকারের প্রশ্নে অবিচল থেকে ভবিষ্যতের পথরেখা অন্বেষণ করেছেন। এর ফলে এই বই চলমান রাজনৈতিক ঘটনাপরম্পরার নৈর্ব্যক্তিক দলিল হয়ে উঠেছে, যা বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ পাঠ্য হিসেবে বিবেচিত হবে। রাজনীতির পাশাপাশি অর্থনীতি, শিক্ষা, সমাজের নানা প্রসঙ্গ এই বইতে আলোচনার বিষয় হয়েছে। এইসব আলোচনা প্রচলিত গৎবাঁধা আঙ্গিকের চেনা প্রবন্ধ নয়, বরং মাহবুব আজীজের অসামান্য গদ্যে গভীরে পৌঁছে বিষয়কে নানাভাবে ব্যাখ্যা ও প্রশ্নের আওতায় নিয়ে আসবার এক আপাত দুরূহ অথচ বুদ্ধিদীপ্ত ও সৃষ্টিশীল প্রয়াস। দৈনিক সমকাল পত্রিকায় 'উচ্চারণের বিপরীতে' নামে উপসম্পাদকীয় কলামে প্রকাশিত মাহবুব আজীজের এই নিবন্ধপরম্পরা নিবিড় পর্যবেক্ষণ, শানিত ভাষা, সরস উপস্থাপনা ও যুক্তিবোধের এক বিরল সম্মিলন।