বাজারে থাকা অন্য দশটি নন-ফিকশন বিজনেস বুকের চেয়ে এই বইটি নিঃসন্দেহে ব্যতিক্রমধর্মী। কারণ বইটির রচয়িতা ডেরেক সিভারস একই সাথে একজন মিউজিশিয়ান এবং সফল ব্যবসায়ী! স্বভাবতই ব্যবসার ব্যাপারে তার চিন্তাধারা আর দশজন উদ্যোক্তা কিংবা ব্যবসায়ীর চেয়ে আলাদা। আর তার চিন্তাধারা আলাদা বলেই বইটির আবেদন বেড়ে গেছে বহুগুণ! ডেরেক নিজেকে বাতিকগ্রস্ত, ইন্ট্রোভার্ট (অন্তর্মূখী) বলে দাবি করেছেন। তিনি অকপটে এটাও স্বীকার করেছেন, তার মাথাটা একটু ধীরে চলে। অথচ সমাজের প্রচলিত ধারণা হলো সফল ব্যবসায়ী মানেই তিনি চৌকশ, উচ্চাভিলাষী, তার মেধা অত্যন্ত শাণিত, তিনি পরিস্থিতি অনুযায়ী ঝটপট সিদ্ধান্ত নিতে পারেন, আগেভাগে আন্দাজ করতে পারেন বাজারের গতিবিধি। কিন্তু ডেরেক সিভারস-এর এধরনের কোনো গুণ ছিল না। আমরা অনেকেই এসব গুণাবলীর অধিকারী নই। কিন্তু এই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কীভাবে ব্যবসায়ে সফল হওয়া সম্ভব তা ডেরেক তার নিজের অভিজ্ঞতার আলোকে এই বইতে তুলে ধরেছেন। সবমিলিয়ে অনুবাদক হিসেবে আমার মনে হয়েছে, বইটি আমাদের তরুণ উদ্যোক্তাদের কাজে আসবে। তারা একজন সফল ব্যবসায়ীর ১০ বছরের অভিজ্ঞতার নির্যাসটুকু এই বইটি পড়েই পেয়ে যাবেন। বইটি তাদেরকে ভিন্নভাবে চিন্তা করতে শেখাবে, তাদেরকে সমৃদ্ধ করবে। যারা নতুন উদ্যোক্তা বা ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন, ব্যবসা পরিচালনা সম্পর্কে জানতে আগ্রহী, নন-ফিকশন বিজনেস বুক পড়তে ভালবাসেন; তাদের সবাইকে বইটি পড়ার আমন্ত্রণ রইল।