‘চিলতে রোদের শহরতলী’ কেন পড়বেন? * একটা ভালবাসার গল্প, ভালবাসা দুঃস্বপ্নে রূপান্তরিত হবার আখ্যান। * মানুষের মস্তিষ্ক অনেকটা পিদীমের মতন, আলোর নিচে কালো থাকে। * মানুষের মানসিক ভারসাম্যের উলটপালট হবার গল্প। * সপ্তম অধ্যায়ে অরাজক মস্তিষ্কের একটা ল্যুপিং তৈরী করা হয়েছে বর্ণনার মাধ্যমে যার জন্য অস্বস্তি কাজ করবে পাঠকের মনে৷ * দশম এবং এগারোতম অধ্যায়ে রয়েছে মনোবিশ্লেষণ৷ যা পড়লে পাঠক সত্তার দ্বৈততা নিয়ে চিন্তা করতে বাধ্য হবেন। * ম্যানিপুলেশান কিভাবে একটা সাধারণ মেয়েকে দানবে পরিনত করতে পারে। * মানসিক বৈকল্য বা অসুস্থতা কিভাবে সৃষ্টি করতে পারে প্রকৃতি বিরুদ্ধ মানসিকতা। চিলতে রোদের শহরতলী পুনঃরায় পড়তে যেয়ে আমি নিজেই শিউরে উঠেছি৷ অনেক সময় আমার নিজের চোখ ঝাপসা হয়ে উঠেছে৷ প্রিয় পাঠক এই গল্পে আরও দুটো বিষয়ের অবতারণা করা হলেও সেগুলো বিস্তার লাভ করেনি কারণ এর শেষটা আমি গোপন রাখতে চেয়েছি৷ আমি মূল চরিত্রের মানসিক সুস্থতা এবং অসুস্থতার উপরে পুরো ফোকাস রেখেছি৷ হয়তো পরবর্তিতে সেই দুটো ব্যাপার নিয়ে নতুন গল্প হবে৷ সবার কাছে অনুরোধ থাকবে আমার এই লেখাটা পড়ুন ৷ হয়তো আপনারা বুঝতে পারবেন মনের অসুস্থতা শারীরিক অসুস্থতার চেয়েও অনেক ভয়াবহ আর অন্ধকার! ‘চিলতে রোদের শহরতলীর’ শেষ পৃষ্ঠা উল্টোলেই থাকছে একটি সারপ্রাইজ!