কিছু কিছু মানুষ ঘুরতে ও পৃথিবীকে জানতে ভালোবাসে। তারা পৃথিবীর খুঁটিনাটি বিষয়কেও বড় করে দেখে, ভালোবাসার আলিঙ্গনে বেঁধে ফেলে জীবনের বাগানে। তাদের কাছে পৃথিবীটাই হচ্ছে একটা শিক্ষাকেন্দ্র। সেজন্য প্রতিনিয়ত নিজের ব্যক্তিজীবনকে আড়াল করে ডুবে যায় অচেনা আলিঙ্গনের নেশায়। এ ধরণের মানুষ বাংলাদেশে খুব বেশি খুঁজে পাওয়া যায় না। জ্ঞান হচ্ছে মানুষের বোধশক্তি, জীবনশক্তি এবং চিন্তাশক্তি। এরকমই মানুষ একজন আলোচ্য গ্রন্থের লেখক তারিকুল ইসলাম। নিজের পেশাগত জীবন থেকে তিনি মানুষ হিসেবে সম্পূর্ণ আলাদা। সবসময় ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়কে তিনি বড় করে দেখার চেষ্টা করেন। পৃথিবীর জ্ঞান আহরণে ছুটে বেড়ান গ্রাম-গ্রামাঞ্চলে, দেশে-বিদেশে। আলোচ্য গ্রন্থের মধ্যে তিনি যা দেখেছেন তা নিয়েই লিখেছেন আমাদের পরিচয়ের গল্পের ইতিকথা। এটাকে ইতিহাসও বলা যায়। আজকে যা ঘটল তা যদি লিখিত হয় তাহলে আগামী ৫০ বা ৬০ বছর পর তা ইতিহাসে রূপ নেবে। লেখক তার জীবন চলার পথের ঘটনাগুলোকে লিপিবদ্ধ করে রেখে আগামী প্রজন্ম ও আমাদেরকে ইতিহাসের আলোকে রাখার চেষ্টা করেছেন। আশা করি লেখকের যে চিন্তা-চেতনা ও মনের বাসনা তা উক্ত গ্রন্থ পাঠ করলেই যে কারোর বুঝতে অসুবিধা হবে না। বইটি পাঠক-নন্দিত হোক- এটাই প্রত্যাশা।