কবিতা এবং গান আমার কাছে মনে হয় মানুষের অন্তরবিমার আরোগ্যের একটি অনন্য উপাদান। কেননা প্রিয়তমার হাত স্পর্শ করে আনন্দে উদ্বেলিত হতে হতে কিংবা হৃদয়ের বন্ধন ছিঁড়ে বেদনায় ভেঙে যেতে যেতে মানুষ শেষ পর্যন্ত আশ্রয় নেয় কবিতার শৌভিক শব্দ এবং গানের সুমধুর সুরের কাছে। কবিতার শব্দ ও ছন্দের লালিত্য ঝংকার এবং গানের সুরব্যঞ্জনা অন্তরে অদ্ভুত এক প্রশান্তির পরশ সঞ্চার করে। জীবন ও প্রকৃতির বিপুল বৈচিত্রে বেড়ে ওঠা সকল ভাষাভাষী মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্নার অনুভূতির রং এক ও অভিন্ন। মানুষ বিদ্রোহে যেমন বজ্রমুষ্টি হয় তেমনি প্রেমে হয় কুসুমকোমল। বিনম্র বিশ্বাসে মানুষ নিজেকে কবিতার কাছে সম্পূর্ণ সমর্পণ করে কখনও উচ্ছ্বাসের বিচ্ছুরণে মুখের মানচিত্রে থাকে অন্ধকারে আতশবাজির অনিন্দ্যসুন্দর রঙের রেখা আবার কখনও বাঁধভাঙা ব্যথার বিমর্ষতায় চোখের উপকূল বেয়ে বয়ে যায় বিষণ্ণতার নদী। আকাশ ভাঙা বৃষ্টি প্রবল প্লাবিত করে চোখের গ্রাম। "চোখের গ্রামে বৃষ্টি" কাব্যগ্রন্থটিতে সেইসব মানুষের অনুভূতির সমুদ্রে ডুব দিয়ে নির্মল নির্যাস তুলে আনার চেষ্টা করেছি। কোনোটি মনে হতে পারে এটি আপনারই কথা, আপনারই ব্যথা। গ্রন্থটিতে Romanticism, Sadism, Naturalism, Surrealism, Patriotism, Expressionism, Idealismসহ একসাথে কবিতার এমন কতগুলো প্রতিষ্ঠিত ইজমের সাক্ষাত পাবেন। আশা করি পাঠক কবিতার রসাস্বাদন থেকে বঞ্চিত হবেন না। কবিতা বা কাব্যগন্থ কবির ভাবসন্তান। এই সন্তান পাঠক যখন সস্নেহে ছুঁয়ে দেখে কবি তখন প্রীতম স্পর্শের অনুভবে আপ্লুত হয়। স্নেহাস্পদ পরশে প্রাণিত হয়। চেতনার দুয়ারে টোকা দিয়ে গেলাম। কবিতার বিস্তৃত ভুবনে প্রবেশের দায়িত্ব একান্তই পাঠকের।
মুহাম্মদ মনিরুজ্জামান - কবি, গীতি কবি, ছড়াকার ও সম্পাদক। জন্ম ১৯৭৩ সালের ৩১ অক্টোবর। পিতা- মুহাম্মদ হাফিজ উদ্দিন, মাতা- মালেকা বেগম, গ্রাম- চান্দুয়াইল, পোঃ ও উপজেলা- কলমাকান্দা, জেলা- নেত্রকোণা। বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে এসিস্টেন্ট এডিটর পদে কর্মরত। ব্যক্তিগত জীবনে এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। প্রকাশিত গ্রন্থ: (একক) কামার্ত কামিনী শোকার্ত বকুল (অক্টোবর ২০১৮)। (যৌথ) কাব্যশতদল (অমর একুশে গ্রন্থমেলা ২০১৭), সম্ভার কাব্য সংকলন (অমর একুশে গ্রন্থমেলা ২০১৮), সঞ্চয়ন কবিতা সম্ভার (সেপ্টেম্বর ২০১৮), চয়নিকা কাব্য সংকলন (সেপ্টেম্বর ২০১৮), আলোর মিছিল সাহিত্যপত্র। এছাড়াও জাতীয় সংসদের গ্রন্থাগার বুলেটিন ও লিটল ম্যাগ বাসন্তিকাসহ বিভিন্ন দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকায় তাঁর লেখা কবিতা প্রকাশিত হয়েছে। ১৭ মার্চ ২০১৮ তারিখে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে সংসদ বাংলাদেশ টিভি নির্মিত ও প্রচারিত অনুষ্ঠান “তোমার তুলনা তুমি"র অনুষ্ঠান ভূমিকাতে কবির লেখা কবিতা স্থান পেয়েছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত কবি মানবকল্যাণ ও সুস্থ সংস্কৃতি বিকাশে নিরলস কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি 'অনু- প্রাস জাতীয় কবি সংগঠন' কেন্দ্রীয় কমিটিতে গবেষণা ও মূল্যায়ন সম্পাদকের দায়িত্ব পালন করছেন।