শিশুদের মন খুব কোমল। এই মনে যা ছাপ পড়বে তাই ভবিষ্যতে স্থায়ী হবে। আমরা চাই শিশুরা যেন সুন্দরভাবে ভালো মানুষ হয়ে গড়ে ওঠে। ভালো মানুষ হতে হলে তার জন্যে কিছু পথনির্দেশনা দরকার। কিছু চেষ্টা দরকার। সেগুলো এমনি এমনি হয় না। তাকে লেখাপড়ার প্রতি আগ্রহী করে তুলতে হবে। ভালো পরিবেশ দিতে হবে। শিশুদেরকে ভালো হবার স্বপ্ন দেখিয়ে দিতে হবে। শিশু না বুঝেই হয়তো অনেক কিছু অনুকরণ করে। কাজেই তার সামনে কোনো আদর্শ রাখতে হবে যাতে সে সেটা দেখে গ্রহণ করতে পারে এবং ধারণ করতে পারে। এই বইয়ে কিছু গল্প আছে যেগুলো পড়লে আশা করি শিশু এবং কিশোররা আনন্দে বেছে নিতে পারবে কোন কাজটি ভালো। হয়তো সে মনে মনে কল্পনা করবে নিজেকে নিয়ে। এমন কোনো পরিবেশ নিয়ে। শিশুদেরকে খেলাধুলা, সংস্কৃতি চর্চা এবং বই পড়ার দিকে আগ্রহী করে তুলতে হবে। বই পড়লে অনেক কিছু সে নিজেই শিখতে পারবে। ভালো বন্ধু খুঁজে নিতে পারবে। নিজেকে নিজে সাহায্য করতে পারবে। জোর করে মনের বিরুদ্ধে কোনো কাজ শিশু-কিশোরদের উপর চাপিয়ে দেয়া ঠিক নয়। এতে হয়তো ভালো না হয়ে উল্টোটাও হতে পারে। শিশুরাই একদিন ভবিষ্যতের দেশ ও পৃথিবীকে দেখে রাখবে। শিশুরা যদি ভালো মানুষ হয়, ভালো নাগরিক হয় তাহলে সুন্দর দেশ হবে। সুন্দর পৃথিবী হবে। সেই সুন্দরের কামনা করে আমরা শিশুদের হাত ধরে এগিয়ে দেই সুন্দর পথের দিকে।