বাঞ্ছারামপুরের কবি হামিদা আনজুমানের লেখা ছড়া/কবিতার বই ‘আংগ বাড়ি বাঞ্ছারামপুর’। ছড়া/কবিতাগুলো রচিত হয়েছে বাঞ্ছারামপুরের আঞ্চলিক ভাষায়। মানুষ ও প্রাণ-প্রকৃতির মতো ভাষারও যত্ন নিতে হয়। নইলে ভাষাও মরে যায়। ভাষাবিদদের কল্যাণে আমরা জানি কোনো ভাষা এক দিনে মরে না। একটু একটু করে মৃত্যু হয় একটি ভাষার। শত শত ভাষার মৃত্যু ঘটেছে পৃথিবীতে এযাবৎকালে। প্রতি বছর হাজার হাজার আঞ্চলিক ভাষার মৃত্যু ঘটে এই পৃথিবীতে। কখন মরে যায় একটি ভাষা? যখন কোনো একজনও কথা বলেন না সেই ভাষায়। যখন কোনো সাহিত্য রচিত হয় না সেই ভাষায়। আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী থেকে প্রায় দেড় হাজার ভাষা হারিয়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। নিজের জন্মভূমির আঞ্চলিক কথ্যভাষাটিকে বাঁচিয়ে রাখতে হামিদা আনজুমানের ছড়া/কবিতাপ্রয়াসকে সাধুবাদ জানানো যেতে পারে অকুণ্ঠচিত্তে। ভবিষ্যতের গবেষকদের জন্যে তাঁর লেখা ‘আংগ বাড়ি বাঞ্ছারামপুর’ একটি গুরুত্বপূর্ণ রেফারেন্সগ্রন্থ হিশেবে বিবেচিত হবে। পেশায় কলেজ শিক্ষক, সহযোগী অধ্যাপক হামিদা আনজুমানের ছড়া/কবিতার হাত বেশ চমৎকার। ছন্দ ও মিলের ক্ষেত্রে হামিদার চোখ এবং কান খুবই সতর্ক। পাঠক আরাম পাবেন ছড়া/কবিতাগুলো পাঠ করার সময়।