ভূমিকা সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, ইতিহাসচর্চার দিকে আমাদের আগ্রহ ক্রমেই ব্যাপক হচ্ছে। এই আগ্রহ জীবন্ত জাতির পরিচায়ক। ইতিহাসের অন্তঃপুর নিয়ে রচিত গ্রন্থ বাংলা ভাষায় খুব বেশি নেই। অথচ বিষয়টি ইতিহাসের ছাত্রের নিকট যেমন, সাধারণ পাঠকের নিকটেও তেমনি কৌতূহলোদ্দীপক এবং আকর্ষণীয়। এক্ষেত্রে রচনার বিরল প্রয়াসের মধ্যে তরুণ লেখক শাহনাজ কালামের ‘মোগল মহলে’ অন্যতম। উপমহাদেশের এক বণাঢ্য কালপর্বে সাম্রাজ্যের ভাঙা-গড়ায়, জটিল রাজনীতির ওঠানামায় যাঁদের মুখ্য ভূমিকা, তাঁদের অন্তঃপুরের কথা-কাহিনী, বিভিন্ন চরিত্র শাহনাজ কালামের কল্পনাকে উদ্দীপিত করেছে। তারই ঐতিহাসিক তথ্যনির্ভর স্বাক্ষর বর্তমান গ্রন্থ ‘মোগল মহলে।’ গ্রন্থে তাঁর আলোচ্য ন’জন মোগল অন্তঃপুরিকা। এঁদের কারো কারো নাম সাধারণ পাঠক জেনেছেন প্রধানত বিদ্যালয়-পাঠ্য ইতিহাস গ্রন্থ থেকে, কখনো বা গল্প-উপন্যাস থেকে। তবে বলতেই হবে এঁদের মধ্যে কয়েকটি চরিত্র আমাদের জানা ইতিহাসে আজো উপেক্ষিতা। শাহনাজ কালাম এসব উপেক্ষিতা নায়িকাদের ইতিহাসের আলোকে এন একটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন। শাহনাজের ভাষা স্বাদু, স্বচ্ছ, সাবলীল-সহজেই পাঠকের মনোযোগ আকৃষ্ট করে। গ্রন্থটির বিশেষ সম্পদ এই ভাষাগুণ। লেখক অনর্থক পাণ্ডিত্যের ভারে ভারাক্রান্ত করেন নি তাঁর রচনা। তাঁর রচনাভঙ্গিতে নাটকীয়তা রয়েছে, তবে ইতিহাস-বিচ্যুতি নেই। `মোগল মহলে’ রচনা করে কিশোর-সাহিত্য ক্ষেত্রে শাহনাজ কালাম অন্যতম পথিকৃতের কাজ করলেন। আজিজুর রহমান মল্লিক অধ্যাপক, ইতিহাস বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার, ঢাকা।
সূচি *মহলের ভেতরে *এক যে ছিল শাহজাদী *হামিদা বানুর গল্প *সামান্য একজন ধাত্রী *একজন বাদশাহ-বেগম *তাজমহলের রানী *মহীয়সী শাহজাদী *কবি শাহজাদী *সংগ্রামী বেগমের কথা
ড. এ কে এম শাহনাওয়াজ প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১৯৬০ সালের ১৬ ফেব্রুয়ারি তাঁর জন্ম। পৈতৃক নিবাস বিক্রমপুরের টঙ্গীবাড়ি উপজেলার গনাইসার গ্রামে। পিতা মরহুম মোসলেম চোকদার ও মা মরহুমা রেজিয়া বেগম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে১৯৮২ ও ১৯৮৩ সালে যথাক্রমে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে ফারসি ভাষায় সার্টিফিকেট কোর্স সম্পাদন করেন। ১৯৮৫ সালে। ফোর্ড ফাউন্ডেশনের বৃত্তি নিয়ে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি. অর্জন করেন ১৯৯৪ সালে। সত্তর ও আশির দশকে ‘শাহনাজ কালাম’ লেখক নামে ছড়া ও গল্প লিখিয়ে হিসেবে পরিচিত হলেও পেশা জীবনে এসে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠক্রমভিত্তিক গ্রন্থ রচনা এবং শিল্প-সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব বিষয়ক গ্ৰন্থ ও প্ৰবন্ধ লেখায় বিশেষ মনোনিবেশ করেন। ড. শাহনাওয়াজের রচিত ও সম্পাদনাকৃত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। এক যুগের বেশি সময়কাল ধরে তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে রাজনীতি ও সমাজ-সংস্কৃতি বিষয়ক কলাম লিখে আসছেন।