কোথায় সবাই? এখনো ঘুমাচ্ছিস সবাই? ওর বাবা ইতালি প্রবাসী, মা কলেজের টিচার। এখন তিশার মা বাসায় নেই কলেজে গিয়েছেন। ছোটো বোন রিয়া স্কুলে গেছে। তিশা ডে শিফটে পড়ে। তাই ওর স্কুলে যাওয়ার আগে এই ঘুম চলে সূর্য মামা মাথার উপর ওঠা পর্যন্ত। ছোটো মামার গলা শোনা যাচ্ছে। মামা এলে বাড়িতে হৈচৈ শুরু হয়। কিন্তু আজ বাড়িতে তেমন লোকজন নেই। -দেখ তোদের দুজনের জন্য কোরিয়া থেকে কি এনেছি। মামা তিশার রুমে ঢুকতে ঢুকতে বলে। তিশা কম্বলের মধ্য দিয়ে তাড়াতাড়ি বের হয়। দেখে মামা ওদের দু'বোনের জন্য দুটো স্কুল ব্যাগ এনেছে। ব্যাগের সামনের অংশটা পাণ্ডার মুখের অবয়ব। -মামা আমি এখন বড়ো হয়েছি, এই পাণ্ডা মার্কা ব্যাগ নিয়ে স্কুলে যাব?কোথায় সবাই? এখনো ঘুমাচ্ছিস সবাই? ওর বাবা ইতালি প্রবাসী, মা কলেজের টিচার। এখন তিশার মা বাসায় নেই কলেজে গিয়েছেন। ছোটো বোন রিয়া স্কুলে গেছে। তিশা ডে শিফটে পড়ে। তাই ওর স্কুলে যাওয়ার আগে এই ঘুম চলে সূর্য মামা মাথার উপর ওঠা পর্যন্ত। ছোটো মামার গলা শোনা যাচ্ছে। মামা এলে বাড়িতে হৈচৈ শুরু হয়। কিন্তু আজ বাড়িতে তেমন লোকজন নেই। -দেখ তোদের দুজনের জন্য কোরিয়া থেকে কি এনেছি। মামা তিশার রুমে ঢুকতে ঢুকতে বলে। তিশা কম্বলের মধ্য দিয়ে তাড়াতাড়ি বের হয়। দেখে মামা ওদের দু'বোনের জন্য দুটো স্কুল ব্যাগ এনেছে। ব্যাগের সামনের অংশটা পাণ্ডার মুখের অবয়ব। -মামা আমি এখন বড়ো হয়েছি, এই পাণ্ডা মার্কা ব্যাগ নিয়ে স্কুলে যাব?কোথায় সবাই? এখনো ঘুমাচ্ছিস সবাই? ওর বাবা ইতালি প্রবাসী, মা কলেজের টিচার। এখন তিশার মা বাসায় নেই কলেজে গিয়েছেন। ছোটো বোন রিয়া স্কুলে গেছে। তিশা ডে শিফটে পড়ে। তাই ওর স্কুলে যাওয়ার আগে এই ঘুম চলে সূর্য মামা মাথার উপর ওঠা পর্যন্ত। ছোটো মামার গলা শোনা যাচ্ছে। মামা এলে বাড়িতে হৈচৈ শুরু হয়। কিন্তু আজ বাড়িতে তেমন লোকজন নেই। -দেখ তোদের দুজনের জন্য কোরিয়া থেকে কি এনেছি। মামা তিশার রুমে ঢুকতে ঢুকতে বলে। তিশা কম্বলের মধ্য দিয়ে তাড়াতাড়ি বের হয়। দেখে মামা ওদের দু'বোনের জন্য দুটো স্কুল ব্যাগ এনেছে। ব্যাগের সামনের অংশটা পাণ্ডার মুখের অবয়ব। -মামা আমি এখন বড়ো হয়েছি, এই পাণ্ডা মার্কা ব্যাগ নিয়ে স্কুলে যাব?কোথায় সবাই? এখনো ঘুমাচ্ছিস সবাই? ওর বাবা ইতালি প্রবাসী, মা কলেজের টিচার। এখন তিশার মা বাসায় নেই কলেজে গিয়েছেন। ছোটো বোন রিয়া স্কুলে গেছে। তিশা ডে শিফটে পড়ে। তাই ওর স্কুলে যাওয়ার আগে এই ঘুম চলে সূর্য মামা মাথার উপর ওঠা পর্যন্ত। ছোটো মামার গলা শোনা যাচ্ছে। মামা এলে বাড়িতে হৈচৈ শুরু হয়। কিন্তু আজ বাড়িতে তেমন লোকজন নেই। -দেখ তোদের দুজনের জন্য কোরিয়া থেকে কি এনেছি। মামা তিশার রুমে ঢুকতে ঢুকতে বলে। তিশা কম্বলের মধ্য দিয়ে তাড়াতাড়ি বের হয়। দেখে মামা ওদের দু'বোনের জন্য দুটো স্কুল ব্যাগ এনেছে। ব্যাগের সামনের অংশটা পাণ্ডার মুখের অবয়ব। -মামা আমি এখন বড়ো হয়েছি, এই পাণ্ডা মার্কা ব্যাগ নিয়ে স্কুলে যাব?