রমজানের সওগাত রমজান মাস ইবাদতের শ্রেষ্ঠ মৌসুম। নিজেকে পরিশুদ্ধ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের এটাই সর্বোত্তম সময়। এই মাসকে যথাযথরূপের কাজে লাগালে যেমন মহাসাফল্য অর্জন করা যায়, তেমনি এই সুযোগ হাতছাড়া করারও রয়েছে নিন্দিত তিরস্কার। প্রত্যেক মুমিনের কর্তব্য রমজানের বরকতময় সময়ের সর্বোত্তম ব্যবহার করা। তবে এর জন্য প্রয়োজন রজব ও শাবান মাস থেকেই প্রস্তুতি গ্রহণ। রমজানের সওগাত বইটি রমজানের সর্বোত্তম প্রস্তুতি গ্রহণে আপনাকে বিশ্বস্ত সঙ্গীর ন্যায় সহযোগিতা করবে। এতে সুবিন্যস্তভাবে আলোচিত হয়েছে রজব ও শাবানে রমজানের পূর্বপ্রস্ততি, রোজার প্রয়োজনীয় বিধিবিধান, ফাজায়েল, তারাবির নামাজ, ইতেকাফ, জাকাত ও ফিতরা, দুই ঈদের নামাজসহ বিভিন্ন আনুষঙ্গিক ইবাদতের বিবরণ। এবারের রমজান আপনার জন্য সার্থক ও সুন্দর হোক! মুমিনের রাতদিন একজন মানুষের জন্ম থেকে মৃত্যু, দুনিয়ার আলো দেখা থেকে অন্তিম নিশ্বাস পর্যন্ত—প্রতিটি মুহূর্তের জন্য ইসলাম প্রদান করেছে চমৎকার সব দিকনির্দেশনা। কখনো জানার আলস্যে, কখনো-বা সঠিক তথ্যের অভাবে এর সবকিছু আমাদের পালন করা হয়ে ওঠে না। সেই শূন্যতাটাই ঘোচাতে চেয়েছে মুমিনের রাতদিন।
একজন মুমিনের জীবন চলার ক্ষেত্রে যাবতীয় শিষ্টাচার ও দৈনন্দিন আমল এই বইয়ে চমৎকারভাবে বিধৃত হয়েছে। চর্যা ও চর্চার ইসলামে আপনাকে স্বাগত। কুরআনিক দুআ মহাপ্রতিপালক মনিব তাঁর সৃষ্ট বান্দাদের অনন্ত জীবনে জান্নাতে নিতে চান। তিনি জানেন- বান্দা ভুল করে, অপরাধ করে; আর তিনি অপেক্ষা করেন ক্ষমা আর দয়া নিয়ে। তিনি চান- বান্দারা তাঁর কাছে মুক্তির আর্জি পেশ করুক, ক্ষমা প্রার্থনা করুক। রবের কাছে যেভাবে বান্দারা কিছু চায়, তা অপর্যাপ্ত ও অপূর্নাঙ্গ হতে পারে, তাই তিনি নিজেই আবেদন প্রক্রিয়া শিখিয়ে দিয়েছেন কুরআনুল কারিমে। কোন ভাষায়, কোন শব্দে, কোন কথামালায় চাইতে হবে, তা আমাদের শিখিয়েছেন নিজেই। এই গ্রন্থে আমরা এমন সব কুরআনিক দুআ নিয়ে জানব, যা বান্দা হিসেবে রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক এক অনন্য মাত্রায় নিয়ে যাবে, ইনশাআল্লাহ। দুআ বিশ্বাসীদের হাতিয়ার দুআ কি কোনো জাদুমন্ত্র? সব দুআই কি কবুল হয়? কী করলে দুআ কবুলের সম্ভাবনা বাড়ে? কী করলে দুআ বিফল হয়? দুআর মাধ্যমে কি তাকদির বদলানো যায়? তা হলে আগে থেকে সব লিখে রাখার মানে কী? দুআ করতেও কি কিছু আদবকেতা মানা লাগে? হামেশাই এই প্রশ্নগুলো আপনাকে পেয়ে বসে, তাই না? দুআ নিয়ে আমাদের মনে যত প্রশ্ন আছে, সন্দেহ আছে, তার বেশিরভাগেরই জবাব মিলবে এ বইতে ইনশাআল্লাহ্। বাড়বে আ কবুল হওয়ার আত্মবিশ্বাস। দূর হবে দুআ নিয়ে প্রচলিত কিছু ভ্রান্তিবিলাস। দুআ শুধু বিড়বিড় করে পড়ে যাওয়া কিছু অবোধ্য শব্দকণা নয়। দুআ মানে সুমহান আল্লাহর সঙ্গে নিবিড় কথপোকথন। বিশ্বাসীদের অব্যর্থ হাতিয়ার। মাসনুন দুআ মহান আল্লাহ বলেছেন, আমার কাছে চাও। আমি তোমাদের দেওয়ার প্রস্তত । মহান আল্লাহর এই ঘোষনার পরও আমরা অনেকে তাঁর কাছে চাইতে ইতস্তত বোধ করি । কেন? কারণ, কীভাবে আমরা তাঁর কাছে চাইব, এই পদ্ধতি আমাদের জানা নেই; অথচ পবিত্র কুরআন ওহাদিসে আল্লাহর কাছে চাওয়ার অনেক পদ্ধতি বাতলে দেওয়া আছে। এই বইটি সেই বাতলে দেওয়া প্রার্থনামূলক বাক্যগুলোর সংকলন; যাতে আমরা আমাদের যাপিত জীবনের সমস্যাগুলো দূর করতে তাঁরই বাতলে দেওয়া পদ্ধতি অনুসরণ করতে পারি।