বই পরিচিতি “জীবন থেকে পালাতে চাইলে কি আর যায় পালানো? মানতেই হয় সকল দুঃখ হাসি নীরব কান্না, আড্ডাতে যতই এড়াতে চাই জীবনের ব্যর্থতার গল্প ততই যেন কালচে হয় হৃদয়ের সবুজ পান্না।” -কবি লেখক পরিচিতি সৈয়দ মোখলেসুর রহমান, ডাক নাম পলক। তিনি পলক রহমান হিসেবে সাহিত্য ও সাংস্কৃতিক জগতে বেশি পরিচিত। পারিবারিকভাবে সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা বলেই হয়ত তাঁর সাহিত্য ও সংগীতচর্চা কখনই থেমে থাকেনি। সেনাবাহিনী থেকে মেজর পদবির কর্মকর্তা হিসেবে অবসরে আসার পরে বাংলাদেশের প্রখ্যাত স্যাটেলাইট চ্যানেল ‘মাইটিভি’তেও দীর্ঘদিন জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। বাংলা সাহিত্যের কতটুকু পৃষ্ঠপোষকতা করতে পারছেন বা পেরেছেন তা না ভেবেই তিনি তাঁর পাঠকপ্রিয়তা, বিভিন্ন ধারায় লিখতে পারার দক্ষতা, ভাষা ও নতুন শব্দশৈলিতা নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। মাত্রাভিত্তিক ছন্দের ঊর্ধ্বে উঠে মানুষ প্রকৃতি প্রেম বিরহ বাঙালির অহংকার ইত্যাদি নিয়ে রূপক ও ছন্দের অভ্যন্তরীণ মুক্তবলয়কে কবিতা, গল্প ও উপন্যাসে আকর্ষণীয় করে তোলার জন্য তিনি চেষ্টা করেছেন প্রায় সব লেখাতেই। এ অবধি ২২টি কাব্য গ্রন্থসহ ছোটগল্প, উপন্যাস, ছড়া ও অন্যান্য বই নিয়ে মোট ৩২টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে ভারতীয় দুইজন কবির সাথে দুটি যৌথ কাব্যগ্রন্থও আছে। সম্প্রতি ইন্টারনেটে আমাজনের আন্তর্জাতিক কিন্ডেল বুকে “সিম্ফোনী অব ক্রাই” শিরোনামে একটি ইংরেজি ছোটগল্পের বইও প্রকাশিত হয়েছে। এতকিছুর পরও কবি, সংগীত ও বাচিক শিল্পী হিসেবেই তিনি অধিক পরিচিত। তিনি মূলত একজন সব্যসাচী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ২০২৪ অমর একুশে বইমেলায় “শ্রাবণ প্রকাশনী” থেকে তাঁর লেখা “আঙ্গিনায় ঝোড়ো বৃষ্টি” কবিতার বইটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। তাঁর আগামী সাংস্কৃতিক জীবন আরও সমৃদ্ধ হোক এবং পাঠক ও শ্রোতাকূলে সে সব সৃজনশীল কাজ আরও সমাদৃত হোক সে শুভকামনা রইল।