রাজধানী ঢাকা শহরের সন্নিকটে গাজীপুর জেলা। এ জেলার অন্যতম উপজেলা কালিয়াকৈর। ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে সগৌরবে টিকে আছে। বর্তমানে শিল্প বিপ্লবের কারণে জনবহুল ও আধুনিক নগরে রূপান্তর হচ্ছে। ১৯৭১ সালে স্বাধীনতার আশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সর্বস্তরের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ঠিক তার ধারাবাহিকতায় কালিয়াকৈরের অনেকেই মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে; "মুক্তিযুদ্ধে কালিয়াকৈর " গ্রন্থটিতে রয়েছে সাধারণ একজন মানুষ কিভাবে বীর যোদ্ধা হয়ে উঠে, কিভাবে তারা রণাঙ্গনের কৌশল গুলো রপ্ত করে, মুক্তিযুদ্ধে ফেলে আসা স্মৃতি গুলো , কালিয়াকৈর হানাদার মুক্ত দিবস, যুদ্ধবিমান বিধ্বস্ত, রাজাকার নিধন , যুদ্ধ ও যোদ্ধাদের স্মরণ রাখতে বিভিন্ন নিদর্শন , কালিয়াকৈরে গণহত্যা, হানাদার বাহিনীর তাণ্ডব, গ্রেনেড উদ্ধার, বিশ্বখ্যাত যুদ্ধ সাংবাদিক মার্ক টালি'র কালিয়াকৈর ভ্রমণ সহ বিভিন্ন ধরনের তথ্য সমৃদ্ধ এই গ্রন্থটি একটি মুক্তিযুদ্ধের স্মৃতির অংশ । বইটিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছে কালিয়াকৈর মুক্তিযুদ্ধ সংসদের কমান্ডার , ডেপুটি কমান্ডার , বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট এর বীর মুক্তিযোদ্ধা সহ উল্লেখযোগ্য বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাদের সাথে দীর্ঘদিন আলোচনার পর; বইটি রচনা করেছেন তরুণ লেখক মো.সেলিম রানা। তিনি কালিয়াকৈর এর সন্তান , চারন সাংবাদিকতা তার পেশা। সেখান থেকেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে সংযুক্ত হয়ে দীর্ঘ দুই বছর তথ্য সংগ্রহ করে। পরে গ্রন্থটি ২০২৪ সালের অমর একুশে বইমেলায় উচ্ছ্বাস প্রকাশনীর মাধ্যমে বইটি প্রকাশিত হয়।
সেলিম রানা একজন প্রতিশ্রুতিশীল গণমাধ্যমকর্মী এবং তরুণ লেখক, যিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জন্মগ্রহণ ও বেড়ে ওঠেন। ছোটবেলা থেকেই তার চারপাশের প্রকৃতি, মানুষ এবং সমাজের প্রতি গভীর পর্যবেক্ষণ তাকে লেখালেখির প্রতি আকৃষ্ট করে। পেশাগত জীবনে একজন সাংবাদিক হিসেবে তিনি সমাজের অনুচ্চারিত কথা, প্রান্তিক মানুষের জীবনসংগ্রামের বিষয়গুলো ফুটিয়ে তোলার জন্য পরিচিত।তার লেখনীতে থাকে সমাজের অবহেলিত, নিপীড়িত এবং শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর। বিশেষত গাজীপুরের শিল্পাঞ্চলের শ্রমিকদের জীবনসংগ্রাম ও তাদের অদেখা কষ্ট তার লেখার একটি উল্লেখযোগ্য বিষয়বস্তু। তিনি প্রামাণ্য এবং তথ্যবহুল উপস্থাপনার মাধ্যমে পাঠকদের সামনে সমাজের বিভিন্ন দিক উন্মোচন করেন।তাছাড়া সেলিম রানা লেখালেখিতে ক্রমাগত দক্ষ হয়ে উঠছেন। তার রচিত বইগুলোতে স্থানীয় ইতিহাস, প্রকৃতি এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ স্থান পেয়েছে। তার জনপ্রিয় বই ‘আমার কালিয়াকৈর’ এবং ‘যাপিত রাত’ ইত্যাদি -এর মতো গ্রন্থ রচনা করে গাজীপুর অঞ্চলের ইতিহাস ও পরিবেশের ওপর আলোকপাত করে পাঠকদের প্রশংসা অর্জন করেছে।সেলিম রানা তার লেখার মাধ্যমে সমাজে নতুন বার্তা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন, প্রতিটি কলমের লেখনীতে রয়েছে পরিবর্তনের শক্তি। তার এই প্রতিশ্রুতি ও নিষ্ঠা তাকে সমকালীন লেখক এবং সাংবাদিকদের মাঝে একটি আলাদা পরিচিতি এনে দিয়েছে।