রাজধানী ঢাকা শহরের সন্নিকটে গাজীপুর জেলা। এ জেলার অন্যতম উপজেলা কালিয়াকৈর। ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে সগৌরবে টিকে আছে। বর্তমানে শিল্প বিপ্লবের কারণে জনবহুল ও আধুনিক নগরে রূপান্তর হচ্ছে। ১৯৭১ সালে স্বাধীনতার আশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সর্বস্তরের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ঠিক তার ধারাবাহিকতায় কালিয়াকৈরের অনেকেই মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে; "মুক্তিযুদ্ধে কালিয়াকৈর " গ্রন্থটিতে রয়েছে সাধারণ একজন মানুষ কিভাবে বীর যোদ্ধা হয়ে উঠে, কিভাবে তারা রণাঙ্গনের কৌশল গুলো রপ্ত করে, মুক্তিযুদ্ধে ফেলে আসা স্মৃতি গুলো , কালিয়াকৈর হানাদার মুক্ত দিবস, যুদ্ধবিমান বিধ্বস্ত, রাজাকার নিধন , যুদ্ধ ও যোদ্ধাদের স্মরণ রাখতে বিভিন্ন নিদর্শন , কালিয়াকৈরে গণহত্যা, হানাদার বাহিনীর তাণ্ডব, গ্রেনেড উদ্ধার, বিশ্বখ্যাত যুদ্ধ সাংবাদিক মার্ক টালি'র কালিয়াকৈর ভ্রমণ সহ বিভিন্ন ধরনের তথ্য সমৃদ্ধ এই গ্রন্থটি একটি মুক্তিযুদ্ধের স্মৃতির অংশ । বইটিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছে কালিয়াকৈর মুক্তিযুদ্ধ সংসদের কমান্ডার , ডেপুটি কমান্ডার , বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট এর বীর মুক্তিযোদ্ধা সহ উল্লেখযোগ্য বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাদের সাথে দীর্ঘদিন আলোচনার পর; বইটি রচনা করেছেন তরুণ লেখক মো.সেলিম রানা। তিনি কালিয়াকৈর এর সন্তান , চারন সাংবাদিকতা তার পেশা। সেখান থেকেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে সংযুক্ত হয়ে দীর্ঘ দুই বছর তথ্য সংগ্রহ করে। পরে গ্রন্থটি ২০২৪ সালের অমর একুশে বইমেলায় উচ্ছ্বাস প্রকাশনীর মাধ্যমে বইটি প্রকাশিত হয়।