কখন যে অভিসারে প্রিয়জনের প্রিয় কথা, প্রিয় চোখ, প্রিয় মুখ, হৃদয়ের আঙিনায় প্রেমের কড়া নাড়ে! আবার কখন যে স্বপ্ন ভেঙে হারিয়ে যায়, তা বলা মুশকিল। পাওয়ার আনন্দ আর হারানোর বেদনায় আকুলিবিকুলি গভীর স্পন্দনে মিশে থাকে আমাদের জীবন। তাই আমার কবিচিত্তের রংতুলিতে গড়ে উঠেছে হৃদয় ছুঁয়ে যাওয়া কাব্য আলেখ্য 'কোনো এক বিকেলে'। জীবন থেকে নিঃস্ব হাতে ফিরে যাবার আগে, আপনাদের হৃদয়ে বেঁচে থেকে ভালো কিছু করে যেতে চাই। তাই আপনাদের অসীম ভালোবাসার টানে হৃদয়ের রংতুলিতে আমার এই লেখালেখি। আনন্দ-বেদনা, প্রেম-বিরহ, সুখ- দুঃখ, হাসি-কান্না, স্বপ্ন, আশা-নিরাশা, হতাশা-ব্যর্থতা, বাধন-ভাঙন, উত্থান-পতন, ন্যায়-অন্যায় তথা মানব জীবনের বিচিত্র ধারার অন্তরালে লুকায়িত মধুর ও বিষাদের করুণ মর্মকথা 'কোনো এক বিকেলে' বইতে সহজ-সরল বর্ণনায় সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এ বইতে সমাজ, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, মা, মাটি, দেশ, ইহকাল, পরকাল, প্রকৃতি, অসহায়-বঞ্চিত মানুষের নানান কথা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় বিধৃত হয়েছে। সমাজে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। কতটা পেরেছি সে বিচার আপনাদের হাতে রইল। এতে কিছু গান লেখা আছে যা সুর করে গাওয়ার মতো। সুস্থ-সুন্দর সমাজ প্রতিষ্ঠা ও পরিবেশ সৃষ্টির মাধ্যমে আমাদের জীবনধারা উন্নয়নের যে স্বপ্ন দেখছি, তা ডানা মেলে আপনাদের হৃদয়ে জেগে উঠবে এই প্রয়াসে এই আয়োজন। তাইতো খুঁজে বেড়াচ্ছি সফলতা অর্জনের পথ।