সম্পাদকীয়: বিপ্লব। কথাটা শুনলেই একটু ভয় হয়। মনে হয়, এ কী আর আমাদের কাজ! সে তো যারা কট্টোরপন্থী, গোঁড়া তারা করবে। আমরা তো আমজনতা। আমরা ফ্রুটিকা খাব। আর সত্য কথা বলব। আসলে কী তাই! আমি ব্যক্তিগতভাবে আবুল মনসুর আহমদকে অনুসরণ করি। তিনি লেখার মধ্য দিয়ে জাতি তথা ব্যক্তিমানুষের মনে চরমভাবে নাড়া দিয়েছেন। বাংলাদেশের কালচার গ্রন্থে তিনি বলেন, “কথায় কথায় যাঁরা বিপ্লবের বুলি আওড়ান, দুর্ভাগ্যবশত তাঁরা মানব-মনের রহস্য উপেক্ষা করে থাকেন। বিপ্লবের ইতিহাসও তাঁরা ভুলে যান। চিন্তার রাজ্যে জাতির কলেকটিভ মনে বিপ্লব না এলে কর্মে বিপ্লব আসতে পারে না। চিন্তায় বিপ্লব আনবার দায়িত্ব কবি-সাহিত্যিকের। ফরাসী-বিপ্লব প্রভৃতি সত্যিকার বিপ্লবের দিকে নজর দিলেই আমরা এটা দেখতে পাই। রুশো-ভল্টেয়ার টলস্টয়-টুর্গেনিভ গোর্কি-ডস্টয়ভস্কি চিন্তার ক্ষেত্রে বিপ্লবের আগুন না ছড়ানো পর্যন্ত কর্মে বিপ্লব কেউ আনতে পারেননি।” আমিও বিশ্বাস করি মানুষের চিন্তায় বিপ্লব না এলে বাস্তব জগতে কোন পরিবর্তন সাধিত হতে পারে না। তাই আমাদের এই ছোট্ট প্রয়াস - সাফল্য (লিটল ম্যাগাজিন)। যেখানে আমরা আমাদের শ্রদ্ধেয় গুরুজন, সহপাঠী, সহযাত্রী এবং পাঠকদের নিয়ে চিন্তার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে এমন সব লেখা উপহার দিচ্ছি। সকলের চিন্তা জাগ্রত হোক, জীবন আলোকিত হোক। আর কর্মে বেগবান হোক পরিবর্তনের বিপ্লব ফজলে রাব্বি বসন্ত ১৪৩০
জন্ম ১০ ফেব্রুয়ারি, ১৯৯২, লক্ষ্মীপুর, বাংলাদেশ। বাবা মো. রুহুল আমিন, মা সুফিয়া আক্তার। তিনি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে গণিতে। অনার্স করেন। বর্তমানে ঢাকা কলেজে গণিতে 1 মাস্টার্স করছেন।