সুমন্ত রায় কবি, লেখক, গবেষক ও শিক্ষক। জন্ম: ৮ অক্টোবর ১৯৭১, মুকসুদপুর, গোপালগঞ্জ। বাবা নিত্যানন্দ রায় এবং মা রাধারাণী রায়। গণিতশাস্ত্রে স্নাতকোত্তর। পেশা: অধ্যাপনা, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ, ইছাপুরা, সিরাজদিখান, মুন্সীগঞ্জ। সুমন্ত রায় এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। কন্যা শ্রীময়ী শ্রেষ্ঠা রায়। সে পর পর দুবার ঢাকা বিভাগে ছড়াগানে প্রথম হয়েছে। পুত্র দেবাংশু অদ্রিজ রায়। সহধর্মিণী দিপালী শিকদার, ইংরেজি সাহিত্যে এম.এ। শিক্ষকতা করেন হাঁসাড়া কালীকিশোর স্কুল এন্ড কলেজে। তিনি একজন সৌখিন সংগীতশিল্পী। সুমন্ত রায় বিক্রমপুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি। “ঢেউ” এর সম্পাদক। “ত্রৈমাসিক অগ্রসর বিক্রমপুর এর সম্পাদনা পরিষদের সদস্য। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৮। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে জীবনীগ্রন্থ: দেশনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মুক্তির সংগ্রাম, বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু, জ্যোতির্ময় লেখক ড. হুমায়ূন আজাদ, সবার প্রিয় হিমু ও হুমায়ূন আহমেদ, ভাস্কর হামিদুজ্জামান খান জীবন ও কর্ম ইত্যাদি। উপন্যাস: হৃদয়ে রক্তক্ষরণ, তুমি শুধু আমার, অনুভবে প্রতিদিন, স্বপ্ন ছুঁয়ে যায়, একটি নষ্ট রাতের কষ্ট, একাত্তরের শিশু ইত্যাদি। কাব্যগ্রন্থ: আলোয় ভুবন ভরা, মেঘে ঢাকা আকাশ। সুমন্ত রায় বেশকিছু পুরস্কার পেয়েছেন। যার মধ্যে আছে: কাব্যকথা সম্মাননা-২০২১, ফুলকলি পুরস্কার- ২০২০ (ডুমুরিয়া, খুলনা), মুখ্যবার্তা পত্রিকা ও সাহিত্য আলপনা সম্মাননা-২০১৫ (দুর্গাপুর, ভারত), বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র স্মারক সম্মাননা-২০১৫ (কলকাতা, ভারত), জুুবিল্যান্ট পদক (মুকসুদপুর, গোপালগঞ্জ)।